জামায়াতের অফিস ভাঙচুর মামলায় কারাগারে সাংবাদিক

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১২: ৫৮
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১২: ৫৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াত নেতাকে হত্যা চেষ্টা ও অফিস ভাঙচুরসহ এজাহারভুক্ত দুই মামলায় সাংবাদিক শাহ আলম সরকার সাজুকে (৫৬) প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তার সাজু উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে গোবিন্দগঞ্জ থানার এসআই আনিসুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ রাজমতি সুপার মার্কেটের সামন থেকে সাজুকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম আমার দেশকে জানান, সাংবাদিক সাজুর বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে। শনিবার আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত