আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রংপুর অফিস

সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

বিজিবি ৪২ দিনাজপুর ব্যাটালিয়ন-এর বিশেষ অভিযানে ২৫ ডিসেম্বর গভীর রাতে পীরগঞ্জ সীমান্ত থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশাগ্রস্ত ভারতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা করেছে। উদ্ধারকৃত ট্যাবলেট এবং পলাতকদের বিষয়ে আজ শুক্রবার আইনগত প্রক্রিয়া গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার গভীর রাতে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির দানাজপুর বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী অভিযানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৪০/৩-এস এর ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গুচ্ছগ্রাম এলাকায় তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৯৮ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত মাদকদ্রব্যের মূল্য ৫৯ হাজার,৪০০ টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...