আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জবাবদিহির অভাবে দেশে সংকট কমেনি: শরীয়তপুরে রিজভী

প্রতিনিধি, শরীয়তপুর

জবাবদিহির অভাবে দেশে সংকট কমেনি: শরীয়তপুরে রিজভী

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কণ্ঠে উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ। তিনি বলেন, জবাবদিহির অভাবে দেড় বছর পেরিয়ে গেলেও দেশে সংকট কমেনি, বরং বহুমাত্রিক সংকট আরও প্রকট আকার ধারণ করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রিজভী অভিযোগ করে বলেন, দেড় বছর ধরে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকলেও মানুষের জীবনমানের কোনো উন্নতি হয়নি। কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, অথচ সরকার জনগণের কাছে কোনো জবাবদিহি দেখাচ্ছে না। একটি নির্বাচিত সরকার থাকলে জনগণের কাছে তাদের ব্যর্থতার জবাব দিতে হতো, যা বর্তমানে অনুপস্থিত।

তিনি বলেন, গণতন্ত্রের মূল শক্তি জনগণের ভোটাধিকার ও সরকারের জবাবদিহি। এ দুটোই আজ প্রশ্নবিদ্ধ। তাই দেশের বর্তমান অচলাবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। রিজভী জোর দিয়ে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই এখন সময়ের দাবি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, সরকারের ঢিলেঢালা অবস্থানের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নেই। প্রতিদিনই অপরাধ বাড়ছে, সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আসন্ন নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের উচিত পরিস্থিতির উন্নতিতে কার্যকর ভূমিকা রাখা।

নির্বাচন কমিশনের ভূমিকা প্রসঙ্গে রিজভী বলেন, নানা কারণে ইসির কার্যক্রম নিয়ে মানুষের মনে সংশয় তৈরি হয়েছে। গত ১৭ বছর ধরে দেশের মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন জনগণ চায় নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে। এই নিশ্চয়তা দেওয়া নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যদি কোনো একটি পক্ষের দিকে ঝুঁকে পড়ে, তাহলে অতীতের মতোই ভোটাধিকার হরণের আশঙ্কা আবার ফিরে আসবে। বিগত দিনে যেভাবে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তা কেবল অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব।

পরে রিজভী শরীয়তপুর সদর উপজেলার পৌরসভা অডিটোরিয়ামেও জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আরেকটি ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য দেন।

উল্লেখ্য, জাজিরা ও সদর উপজেলায় আয়োজিত এ দুটি ফ্রি মেডিকেল ক্যাম্পে ঢাকা থেকে আগত বিভিন্ন বিভাগের শতাধিক চিকিৎসক প্রায় ৫ হাজার মানুষের মধ্যে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন