গাজীপুর ও পাবনায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩: ৫৯

গাজীপুর ও পাবনায় গতকাল রোববার পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। গাজীপুর সদর থানার ধীরাশ্রম এলাকায় পানিতে ডুবে দুই শিশু এবং পাবনার ফরিদপুরের খাগরবাড়িয়ায় পানিতে ডুবে অপর দুই শিশুর মৃত্যু হয়।

স্টাফ রিপোর্টার গাজীপুর জানায়, রোববার মহানগরীর পশ্চিম ধীরাশ্রম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- গাজীপুর মহানগরীর সদর থানাধীন ধীরাশ্রম এলাকার ঝালমুড়ি বিক্রেতা জাকির হোসেনের মেয়ে রাবেয়া খাতুন (৮) এবং তাদের প্রতিবেশী রাজমিস্ত্রি মিলন মিয়ার মেয়ে মোহনা বেগম (৮)। তারা দুজনই স্থানীয় আল নূর একাডেমি মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

বিজ্ঞাপন

এলাকাবাসী জানান, ওই দুজনসহ তিন শিশু দুপুরে গোসল করতে বাড়ির পাশে মাস্টার বাড়ির পুকুরে যায়। রাবেয়া ও মোহনা পুকুরের পানিতে নামলেও অপর শিশুটি পুকুর পাড়ে বসে ছিল। পুকুরে নামার সঙ্গে সঙ্গেই রাবেয়া ও মোহনা পানিতে ডুবে যায়। বেশকিছু সময় তাদের উঠতে না দেখে পাড়ে থাকা শিশুটি চিৎকার শুরু করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে পুকুরে তল্লাশি করে ওই দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

স্টাফ রিপোর্টার পাবনা জানায়, পাবনার ফরিদপুরের খাগরবাড়িয়া গ্রামে বাড়ির পাশের খালে বাঁশের সাঁকোর ওপর খেলা করতে গিয়ে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত জিয়ারুল ইসলাম (৮) ও জমিরন (৭) আপন চাচাতো ভাইবোন। তারা দুজন খেলা করতে করতে বাড়ির সামনের খালের ওপর নির্মিত বাঁশের সাঁকোর ওপর চলে যায়। সেখান থেকে দুজনেই পানিতে পড়ে তলিয়ে যায়।

পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে খালের পানিতে খুঁজতে থাকে এবং একপর্যায়ে সেখান থেকে তাদের উদ্ধার করে ফরিদপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তারা দুজনেই খাগরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। মৃত জিয়ারুল ইসলাম খাগরবাড়িয়া গ্রামের রজব মন্ডলের ছেলে এবং মৃত জমিরন মাকছেদুল মন্ডলের মেয়ে বলে জানা গেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত