চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান (স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার প্রতিনিধি দল।
সোমবার দুপুরেরাউজান উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমার কাছে মনোনয়নপত্র জমা দেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কনিষ্ট ছেলে সাকের কাদের চৌধুরী।
এদিকে একটি সূত্রে জানা গেছে, বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয় গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর প্রতিনিধিদল। স্বতন্ত্র হিসেবে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ।
এদিকে দলের পক্ষ থেকে যদি নির্বাচন করতে নাও পারেন তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি বলেন, রাউজানের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক, সুতরাং নির্বাচন আমি করবো।
পাশাপাশি রাউজান আসনের জন্যে আজ দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিঞার হাতে মনোনয়নপত্র জমা দেন বিএনপি নেতা গোলাম আকবর খন্দকার।
গোলাম আকবর খন্দকার বলেন, আমি রাউজানের মানুষকে সাথে নিয়ে করবো, সন্তাস নির্মূল করবো।
জানা যায়, গিয়াস উদ্দীন কাদের চৌধুরী কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সদস্য ছিলেন। বিভিন্ন সময়ে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সভাপতির দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক পদেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০১৬ সালের ৬ আগস্ট ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। গত ২৯ জুলাই পদটি স্থগিত করা হয়। ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে রাউজান থেকে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়ে বিজয়ী হয়েছিলেন গিয়াস উদ্দীন কাদের চৌধুরী। এরপর অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনে রাউজান থেকে বিএনপির প্রার্থী হলেও পরাজিত হন।
অপরদিকে, গোলাম আকবর খোন্দকার ২০১৬ সালের ৬ আগস্ট বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলে সদস্য নির্বাচিত হন। ২০২০ সালের ২৩ ডিসেম্বর উত্তর জেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হন। এ আহ্বায়ক কমিটি গত ২৯ জুলাই বিলুপ্ত ঘোষণা করা হয়। এর আগে তিনি ১৯৮৪ ও ১৯৯২ সালে উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ১৯৯৫ ও ২০০৩ সালে সভাপতি ছিলেন। এছাড়া কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদকও ছিলেন সাবেক এই রাষ্ট্রদূত। তিনি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে রাউজান থেকে নির্বাচিত হয়েছিলেন।
১৯৭৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রথম থেকে দ্বাদশ সংসদ নির্বাচনের মধ্যে রাউজানে আওয়ামী লীগ ৬ বার, বিএনপি ৩ বার, জাতীয় পার্টি ২ বার ও এনডিপির প্রার্থী একবার বিজয়ী হয়েছে। এর মধ্যে রাউজানে প্রথম (১৯৭৩) নির্বাচিত সাংসদ ছিলেন দৈনিক আজাদীর প্রয়াত সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদ। দ্বিতীয় (১৯৭৯) সংসদ নির্বাচনে বিএনপি থেকে জহির উদ্দিন খান, তৃতীয় (১৯৮৬) সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে সালাউদ্দিন কাদের চৌধুরী, চতুর্থ সংসদ নির্বাচনে (১৯৮৮) জাতীয় পার্টির জিয়াউদ্দিন আহমেদ বাবলু, পঞ্চম সংসদ নির্বাচনে (১৯৯১) এনডিপি থেকে সালাউদ্দিন কাদের চৌধুরী, ষষ্ঠ সংসদ নির্বাচনে (১৯৯৬) বিএনপি থেকে গোলাম আকবর খোন্দকার ও সপ্তম (১৯৯৬) সংসদ নির্বাচনে বিএনপি থেকে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী নির্বাচিত হন।
২০০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত অনুষ্ঠিত পাঁচটি নির্বাচনে অর্থাৎ অষ্টম থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগের এবিএম ফজলে করিম চৌধুরী। এর মধ্যে অষ্টম (২০০১) ও নবম (২০০৮) সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন জসীম উদ্দিন শিকদার। ২০১৪ সালের দশম ও ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

