আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সড়ক দুর্ঘটনায় করিমনচালক নিহত

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

সড়ক দুর্ঘটনায় করিমনচালক নিহত
প্রতীকী ছবি

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় জহিরুল ইসলাম (৪৫) নামে এক ইঞ্জিনচালিত করিমনচালক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে পাকশী লালন শাহ সেতুর টোল প্লাজা এলাকায় পাবনা–কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহিরুল ইসলাম ঈশ্বরদী উপজেলার সাড়া ইউনিয়নের ইলশামারী গ্রামের মৃত শামসের রহমানের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে তিনি করিমনে করে ফার্নিচার বোঝাই করে কুষ্টিয়া যান। ফেরার পথে শুক্রবার ভোরে লালন শাহ সেতুর পাকশী প্রান্তের টোলপ্লাজার অদূরে পেছন দিক থেকে অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় করিমনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে জহিরুল ইসলাম ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু খান জানান, দুর্ঘটনায় জড়িত যানবাহন শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন