আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যৌথবাহিনীর অভিযানে পিস্তলসহ যুবদলের আজিম আটক

উপজেলা প্রতিনিধি, নাঙ্গলকোট (কুমিল্লা)
যৌথবাহিনীর অভিযানে পিস্তলসহ যুবদলের আজিম আটক

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়ন যুবদল নেতাকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী।

শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম আর্মি ক্যাম্প ও নাঙ্গলকোট আর্মি ক্যাম্পের সদস্যদের সঙ্গে নাঙ্গলকোট থানা পুলিশ যৌথ অভিযানে তাকে আটক করে।

বিজ্ঞাপন

আটক আজিম মাহমুদ খোকা (৪৪) উপজেলার বাম গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

যৌথবাহিনী তল্লাশি করে আজিমের বাড়ি থেকে একটি দেশী পিস্তল উদ্ধার করে। পরে তাকেও আটক করা হয়। উদ্ধার অস্ত্রসহ আটক আজিম মাহমুদকে নাঙ্গলকোট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নাঙ্গলকোট উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনির সাংবাদিকদের জানান, বর্তমানে সে যুবদলের নাম ব্যবহার করে ব্যানার, ফেস্টুন তৈরি করছে। তবে আজিম মাহমুদ যুবদলের সমর্থক হতে পারে, তার কোনো পদ-পদবি নেই।

নাঙ্গলকোট থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, আটক আজিম মাহমুদের ব্যাপারে অস্ত্র মামলা রুজু হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন