আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হ্যান্ডকাফ নিয়েই পালালো আবু সাইদ হত্যা মামলার আসামি

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

হ্যান্ডকাফ নিয়েই পালালো আবু সাইদ হত্যা মামলার আসামি

রংপুরের পীরগাছা থানা পুলিশের হেফাজত থেকে শহীদ আবু সাইদ হত্যা মামলার অভিযুক্ত ও পলাতক আসামি রংপুর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান লিটনের নাটকীয় পলায়নের ঘটনায় পুরো উপজেলাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় পীরগাছা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত হত্যা মামলার পলাতক আসামি নাহিদ হাসান লিটনকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ। তিনি পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হান্নানের ছেলে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের দাবি, আটকের পরপরই লিটনের হাতে হ্যান্ডকাফ পরানো হয়। এ সময় তার পরিবারের সদস্যসহ কয়েকজন নারী পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ১০-১৫ জন নারী একত্রিত হয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয়দের ভাষ্যমতে, ওই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে বাড়ির পেছন দিক দিয়ে পালিয়ে যান নাহিদ হাসান লিটন। এলাকাবাসীর দাবি, পালানোর সময় তিনি কোনো কাপড় পরিহিত ছিলেন না এবং হ্যান্ডকাফ পরিহিত অবস্থাতেই পালিয়ে যান।

স্থানীয় সূত্র আরও জানায়, হ্যান্ডকাফ উদ্ধারের বিষয়ে স্থানীয় এক যুবনেতা পুলিশকে আশ্বাস দিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক প্রত্যক্ষদর্শী দম্পতি জানান,“মাগরিবের নামাজের পর কয়েকজন পুলিশ সদস্য লিটনের বাড়িতে আসেন। কিছুক্ষণ পর কোলাহল শুনে আমরা সামনে গিয়ে দেখি, পুলিশ লিটনকে ধরে রেখেছে এবং তার হাতে হ্যান্ডকাফ রয়েছে।

এ সময় ১০-১৫ জন নারী পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে এক নারী পুলিশ সদস্যের হাতে কামড় দিলে সেই সুযোগে হ্যান্ডকাফ পরিহিত ও বিবস্ত্র অবস্থায় লিটন পালিয়ে যায়।”

পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল ইসলাম আসামি পালানোর ঘটনাটি স্বীকার করেছেন। তবে তিনি হ্যান্ডকাফ পরিহিত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন,“আসামি পালিয়েছে—এটা সত্য। তবে হ্যান্ডকাফ পরিহিত থাকার বিষয়টি সম্পূর্ণ গুজব।”

এ ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে গাফিলতি ছিল কি না, সে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে। পাশাপাশি পুলিশের হেফাজত থেকে হত্যা মামলার অভিযুক্ত আসামির এভাবে পালিয়ে যাওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন