অষ্টম বিয়ের খায়েশে সপ্তম স্ত্রীকে মারধরের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ২০: ০৭

বরিশালের উজিরপুরে এক ব্যক্তি যৌতুকের দাবিতে তার সপ্তম স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

মুগাকাঠী ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত কুদ্দুস মৌলবির পাঁচ নম্বর পুত্র আনিস মোল্লা তার সপ্তম স্ত্রী রোজিনা বেগমকে মারধরের অভিযোগে স্থানীয়দের সমালোচনার মুখে পড়েছেন।

রোজিনা বেগমের সঙ্গে আনিসের বিয়ে হয়েছে আড়াই বছর আগে। তাদের ঘরে রয়েছে এক বছর বয়সী কন্যা সন্তান ফাতেমা।

স্থানীয়রা অভিযোগ করেছেন, আনিস তার সাবেক এক স্ত্রীকে পুনরায় বিয়ে করে ঘরে তুলতে চেয়েছেন এবং সেই প্রক্রিয়ায় রোজিনা বেগমকে বেদম মারধর করে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করেছেন। আনিস এর আগে সাতটি বিয়ে করেছেন এবং তার তিন কন্যা ও এক পুত্র রয়েছে।

আনিস বলেন, ‘আগামী বৃহস্পতিবার স্থানীয় সালিশের মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত