আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাড়ে ৫ ঘণ্টা পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল শুরু

উপজেলা সংবাদদাতা, (সাটুরিয়া) মানিকগঞ্জ
সাড়ে ৫ ঘণ্টা পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল শুরু

দীর্ঘ ৫ ঘণ্টা অবরোধের পর ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের উভয় দিকে যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বুধবার বিকেল ৫ টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে নিশ্চিত করেন সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে রাস্তা আটকে কোম্পানি প্রতিষ্ঠা করার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামবাসী।

বিজ্ঞাপন

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জনসাধারণের চলাচলের রাস্তা আটকে কোম্পানি প্রতিষ্ঠার প্রতিবাদে বেলা সোয়া ১১টার দিকে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন গোলড়া গ্রামবাসী। এরপর থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের ওপয় দিকে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।

সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গী ও গোলড়া বাসস্ট্যান্ডর মাঝামাঝি এলাকা থেকে গোলড়া গ্রামে যাতায়াতের মেঠো পথের সড়ক ছিল। পরে কোম্পানি ওই জমি কিনে নিয়ে ফ্যাক্টরি নির্মাণ করলে পায়ে হাঁটার রাস্তা বন্ধ হয়ে যায়। গোলড়া গ্রামের লোকজন পুরোনো সেই রাস্তা বহালের দাবিতে মহাসড়কে অবস্থান নেন। খবর পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং গ্রামবাসী ও কোম্পানি মালিকদের সঙ্গে আলাপ আলোচনার পরে বিকেল ৫ টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন