জামালপুরে নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা ও ভোট চাওয়ার অভিযোগে জামায়াত ও বিএনপির দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার পৃথক দুই নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি নির্দিষ্ট সময় উল্লেখ করে তাদের সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করে।
জামালপুর- ২ (ইসলামপুর) আসনে জামায়াত প্রার্থী ছামিউল হক ফারুকী সোমবার দুপুরে ইসলামপুর উপজেলার চরগোয়ালিনি ইউনিয়নের ডিগ্রিরচর বাজারে সরাসরি মিছিল, জনসমাগম ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করেন।
মঙ্গলবার এ ব্যাপারে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, জামালপুর-২ এর কার্যালয়ে নূরুল ইসলাম নবাব নামে এক ব্যাক্তি প্রচারণার একটি ভিডিওসহ অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় জামায়াত প্রার্থী ছামিউল হক ফারুকীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ মো. আহমাদুল কবির সাকিল।
আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় প্রার্থীকে সশরীরে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে কেন নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রদান করা হবে না তা লিখিত ব্যাখা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।
এদিকে, জামালপুর- ৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপি দলীয় প্রার্থী মো. ফরিদুল কবীর তালুকদারের পক্ষে তার সহোদর ভাই নাদিম তালুকদার গত (১৫ জানুয়ারি) বৃহস্পতিবার সন্ধ্যায় সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নে সরাসরি ধানের শীষ প্রতীকে ভোট চান। এ ব্যাপারে গত ১৮ জানুয়ারি (রোববার) মুহাম্মদ মনির উদ্দিন নামে এক ব্যাক্তি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে ভিডিওসহ একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপি প্রার্থী ও তার ভাইয়ের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, জামালপুর- ৪ এর দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ মোহাম্মদ আবু ছালেক।
আগামী ২৫ জানুয়ারি (রোববার) সকাল সাড়ে ১১টায় বিএনপি প্রার্থী ও তার ভাই উভয়কে সশরীরে উপস্থিত হয়ে তাদের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে কেন নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রদান করা হবে না তা লিখিত ব্যাখা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

