আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রিমান্ডে ঈশ্বরগঞ্জের ছাত্রলীগ-যুবলীগের ৩ নেতা

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি (ময়মনসিংহ)

রিমান্ডে ঈশ্বরগঞ্জের ছাত্রলীগ-যুবলীগের ৩ নেতা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার ছাত্রলীগ ও যুবলীগের ৩ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার পুলিশ উক্ত আসামীদের ৭ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে থাকা আসামীরা হলো জাহিদুজ্জামান আপন (১৯), যুগ্ম আহ্বায়ক-সোহাগী ইউনিয়ন ছাত্রলীগ, মেহেদী হাসান লিয়ন (২০), যুগ্ম সাধারণ সম্পাদক-বড়হিত ইউনিয়ন ছাত্রলীগ ও মো. ওয়াদুদ হাসান নয়ন (৩৬),যুগ্ম আহ্বায়ক-মাইজবাগ ইউনিয়ন যুবলীগ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ঠা জানুয়ারি শনিবার প্রথম প্রহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কতিপয় নেতা-কর্মী সংগঠনটির ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানাধীন সোহাগী ইউনিয়নের সোহাগী রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে জড়ো হয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয় এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ককটেলের বিস্ফোরণ ঘটায়।

জানতে চাওয়া হলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. মাসুদ পারভেজ আমার দেশকে জানান, রিমান্ডে থাকা আসামীদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সন্ধ্যায় আদালত থেকে থানায় ফেরত আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। আশা করা যায় তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন