গফরগাঁওয়ে দুর্বৃত্তের আগুনে বিএনপি কার্যালয়, দোকানঘর ভস্মীভূত

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ০৯: ৫৪

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে আসবাবসহ কার্যালয়টি পুড়ে ছাই হয়ে গেছে।

বিজ্ঞাপন

গত বুধবার রাতে ইউনিয়নের চাকুয়া গ্রামের ৯নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন জ্বলতে দেখে পাশের দুটি মসজিদ থেকে মাইকে জানানো হয়। পরে বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা ঘটনাস্থলে আসার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে বিএনপি কার্যালয় ছাড়াও একটি মুদি দোকান ও দুটি টি-স্টল পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় বিএনপি নেতা অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট দিলীপ চন্দ্র সরকার জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সিমেন্টের খুঁটি ও টিন দিয়ে বিএনপি কার্যালয় করা হয়। পরে অর্ধশতাধিক চেয়ার, দুটি টেবিল আর কিছু আসবাব কিনে নেতাকর্মীরা কার্যালয়টি ব্যবহার শুরু করেন। এর আগে ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা কার্যালয়টি উদ্বোধন করেন।

স্থানীয় বাসিন্দা কামরুল শেখ জানান, বুধবার রাত আনুমানিক পৌনে ২টার দিকে বিএনপি অফিসে আগুন জ্বলতে দেখে পাশের দুই মসজিদ থেকে আগুন লাগার বিষয়টি মাইকে ঘোষণা করা হয়। এরপর পাগলা থানার ওসিকেও বিষয়টি জানাই। লোকজন এসে আগুন নেভানোর আগেই বিএনপি কার্যালয়, মনোহারি দোকান ও দুটি টি-স্টল পুড়ে ছাই হয়ে যায়।

পাগলা থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত, পুলিশ তদন্ত করছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত