উপজেলা প্রতিনিধি, খানসামা (দিনাজপুর)
দিনাজপুরের খানসামা উপজেলার ৫নং ভাবকী ইউনিয়নে বিএনপি থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপির ৩০ কর্মী। এ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভাবকী ইউনিয়নের দেউলগাঁও গ্রামে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ওসমান গনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও রংপুর অঞ্চল টিমের সদস্য আলহাজ্ব আফতাবউদ্দিন মোল্লা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী খানসামা উপজেলা শাখার সেক্রেটারি মো. সামিউল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি আব্দুল জলিলসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন নেতারা।
জামায়াতে যোগদানকারী বিএনপি কর্মীরা হলেন—আবু সাইদ, আহাদ ইসলাম, হুসাইন আলি, নজু ইসলাম, শামিম ইসলাম, শাকিল ইসলাম, সহিদুল ইসলাম, ফজুলু রহমান, জিয়া হক, আকিবুল ইসলাম, নুর বাবু, রিফাত ইসলাম, জাহিদুল ইসলাম, সোহেল রানা, হাবিবুর রহমান, নাজির উদ্দিন, আলামিন, সোহরাব আলি, মোরসালিন ইসলাম, বাইজিত ইসলাম, কালাম ইসলাম, শিলু ইসলাম, শাহিন ইসলাম, এনামুল হক, সাইদুল ইসলাম, মাজিদুল ইসলাম, আউয়াল ইসলাম, আবু হানিফ, আনারুল ও রাকিব ইসলাম।
প্রধান অতিথি আলহাজ্ব আফতাবউদ্দিন মোল্লা বলেন, আপনারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে একটি আদর্শিক ইসলামী দলে যুক্ত হয়েছেন। তবে শুধু যোগদান করলেই চলবে না; আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মুক্তির লক্ষ্যে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী বিধিবিধান অনুসরণ করতে হবে। নিজেদেরকে একজন ত্যাগী ও আদর্শিক দায়ী হিসেবে গড়ে তুলতে হবে।
যোগদানকারী বিএনপি কর্মীদের মধ্যে নজরুল ইসলাম, আবু সাঈদ, আউয়াল, সোহেল রানা ও নুর বাবু আমার দেশকে বলেন, আমরা আগে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম এবং স্থানীয় নেতাদের— যেমন রবিউল আলম তুহিন, আনিছুর রহমান ও নাসির উদ্দীনের—নির্দেশে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতাম। কিন্তু বর্তমানে বিএনপির নামে নানা ধরনের চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এজন্য আমরা নিজেদের সিদ্ধান্তে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। এটি একটি আদর্শিক দল, যার কর্মকাণ্ড আমাদের অনুপ্রাণিত করেছে।
এ বিষয়ে জানতে চাইলে ভাবকী ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দীন আমার দেশকে বলেন, আজ যারা জামায়াতে ইসলামীতে যোগদান করেছে, তারা কেউই বিএনপির কর্মী নয়। এটি সম্পূর্ণ গুজব।
জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন মুঠোফোনে আমার দেশকে বলেন,আমি গণসংযোগের কাজে ব্যস্ত ছিলাম। আমার কাছে মোবাইলটি ছিল না তাই ফেসবুকে ছিলাম না। এজন্য বিষয়টি নিয়ে আমি এখনও অবগত নই। তারা কারা ছিল, পরবর্তীতে বিষয়টা খতিয়ে দেখা হবে।
দিনাজপুরের খানসামা উপজেলার ৫নং ভাবকী ইউনিয়নে বিএনপি থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপির ৩০ কর্মী। এ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভাবকী ইউনিয়নের দেউলগাঁও গ্রামে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ওসমান গনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও রংপুর অঞ্চল টিমের সদস্য আলহাজ্ব আফতাবউদ্দিন মোল্লা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী খানসামা উপজেলা শাখার সেক্রেটারি মো. সামিউল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি আব্দুল জলিলসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন নেতারা।
জামায়াতে যোগদানকারী বিএনপি কর্মীরা হলেন—আবু সাইদ, আহাদ ইসলাম, হুসাইন আলি, নজু ইসলাম, শামিম ইসলাম, শাকিল ইসলাম, সহিদুল ইসলাম, ফজুলু রহমান, জিয়া হক, আকিবুল ইসলাম, নুর বাবু, রিফাত ইসলাম, জাহিদুল ইসলাম, সোহেল রানা, হাবিবুর রহমান, নাজির উদ্দিন, আলামিন, সোহরাব আলি, মোরসালিন ইসলাম, বাইজিত ইসলাম, কালাম ইসলাম, শিলু ইসলাম, শাহিন ইসলাম, এনামুল হক, সাইদুল ইসলাম, মাজিদুল ইসলাম, আউয়াল ইসলাম, আবু হানিফ, আনারুল ও রাকিব ইসলাম।
প্রধান অতিথি আলহাজ্ব আফতাবউদ্দিন মোল্লা বলেন, আপনারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে একটি আদর্শিক ইসলামী দলে যুক্ত হয়েছেন। তবে শুধু যোগদান করলেই চলবে না; আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মুক্তির লক্ষ্যে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী বিধিবিধান অনুসরণ করতে হবে। নিজেদেরকে একজন ত্যাগী ও আদর্শিক দায়ী হিসেবে গড়ে তুলতে হবে।
যোগদানকারী বিএনপি কর্মীদের মধ্যে নজরুল ইসলাম, আবু সাঈদ, আউয়াল, সোহেল রানা ও নুর বাবু আমার দেশকে বলেন, আমরা আগে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম এবং স্থানীয় নেতাদের— যেমন রবিউল আলম তুহিন, আনিছুর রহমান ও নাসির উদ্দীনের—নির্দেশে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতাম। কিন্তু বর্তমানে বিএনপির নামে নানা ধরনের চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এজন্য আমরা নিজেদের সিদ্ধান্তে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। এটি একটি আদর্শিক দল, যার কর্মকাণ্ড আমাদের অনুপ্রাণিত করেছে।
এ বিষয়ে জানতে চাইলে ভাবকী ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দীন আমার দেশকে বলেন, আজ যারা জামায়াতে ইসলামীতে যোগদান করেছে, তারা কেউই বিএনপির কর্মী নয়। এটি সম্পূর্ণ গুজব।
জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন মুঠোফোনে আমার দেশকে বলেন,আমি গণসংযোগের কাজে ব্যস্ত ছিলাম। আমার কাছে মোবাইলটি ছিল না তাই ফেসবুকে ছিলাম না। এজন্য বিষয়টি নিয়ে আমি এখনও অবগত নই। তারা কারা ছিল, পরবর্তীতে বিষয়টা খতিয়ে দেখা হবে।
সারওয়ার আলম বলেন, শিক্ষিত নারী মানেই শক্তিশালী সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ। মেয়েদের শিক্ষার সুযোগ-সুবিধা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজ উভয়ের দায়িত্ব। পরিবারে মেয়েদের শিক্ষার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।
১ ঘণ্টা আগেখাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার বার্মাছড়ি এলাকায় সেনাবাহিনীর নিয়মিত উপস্থিতিকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেনার রুটিন টহল কার্যক্রমকে বিকৃত করে বলা হচ্ছে, ‘বিহারের জমিতে সেনা ক্যাম্প নির্মাণ হচ্ছে’।
৩ ঘণ্টা আগেনেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় প্রথম উপশাখা চালু করেছে জনতা ব্যাংক পিএলসি.। সোমবার কেন্দুয়া উপশাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজ আলম। এ সময় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার উপস্থিত ছিলেন।
৬ ঘণ্টা আগেক্লাস শেষে শিক্ষক এবং শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি পরিদর্শন খাতায় গুরুত্বপূর্ণ অনেক বিষয় লিপিবদ্ধ করেন। এসময় বাচ্চারা জেলা প্রশাসককে ক্লাসে পেয়ে খুবই আনন্দিত হয়েছে।
৬ ঘণ্টা আগে