প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নেসকো অফিস ঘেরাও

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৭: ৫৪

নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ক্ষুব্ধ শতাধিক গ্রাহকরা। রোববার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের তাজের মোড়ে শহীদ মিনার প্রাঙ্গণে বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির ব্যানারে বিক্ষোভ সমাবেশ করে আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

সমাবেশ শেষে আন্দোলনকারীরা শহরের কাঁঠালতলী এলাকায় নেসকোর বিদ্যুৎ ও বিতরণ বিভাগ কার্যালয় ঘেরাও করেন। এসময় অপ্রীতিকর ঘটনা এড়াতে বেশ কিছু সংখ্যক সেনা সদস্য ও পুলিশ সদস্য সেখানে মোতায়েন ছিল।

ঘেরাও কর্মসূচি শেষে নেসকোর বিদ্যুৎ ও বিতরণ বিভাগের প্রি-পেইড মিটার প্রকল্পের প্রকল্প পরিচালক হাসিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল। এ সময় তারা হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহার, বিদ্যুৎ খাতের সংস্কার ও গ্রাহক হয়রানি নিরসনের দাবি জানান।

বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব আলিমুর রেজা রানা বলেন, প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করে পুরনো মিটারের ত্রুটি সংশোধন করতে হবে। এর মাধ্যমে জনমনে স্বস্তি ও আস্থা ফিরিয়ে আনতে হবে। ইতোমধ্যে যাঁদের বাড়িতে প্রিপেইড মিটার লাগানো হয়েছে, সেগুলো প্রত্যাহার করা না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’

এ বিষয়ে নেসকোর প্রিপেইড মিটার প্রকল্পের প্রকল্প পরিচালক হাসিবুর রহমান বলেন, ‘প্রিপেইড মিটার লাগানো নেসকোর একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রিপেইড মিটার সম্পর্কে মানুষের কিছু ভুল ধারণা আছে। আবার কারও কারও মাঝে অজ্ঞতাও কাজ করছে। আমরা গ্রাহকদের দ্বারে দ্বারে গিয়ে তাদেরকে প্রিপেইড মিটার সম্পর্কে বুঝাচ্ছি। যে সমস্ত গ্রাহক প্রেপেইড মিটার স্থাপন করতে চাইছে, আমরা তাদের সংযোগেই প্রিপেইড মিটার স্থাপন করছি। কোনো গ্রাহককে জোর করে কিংবা হুমকি-ধামকি দিয়ে মিটার স্থাপন করা হচ্ছে না। আজকে যে অভিযোগ করা হলো এটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত