আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শিশু কল্যাণ পরিষদের তথ্য

ছয় মাসে নির্যাতনে নিহত শিশুর সংখ্যা ১৯৩৩ জন

স্টাফ রিপোর্টার
ছয় মাসে নির্যাতনে নিহত শিশুর সংখ্যা ১৯৩৩ জন

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু নির্যাতন। চলতি বছরের প্রথম ছয় মাস পর্যন্ত নির্যাতনে নিহত হয় এক হাজার ৯৩৩ শিশু। এর মধ্যে ধর্ষণের শিকার দুই হাজার ৭৪৪ জন এবং বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয় দুই হাজার ১৫৯ জন।

‘বাংলাদেশে শিশু নির্যাতন : একটি সাম্প্রতিক পর্যালোচনা’ বিষয়ক সভায় এসব তথ্য উঠে এসেছে। দেশের পাঁচটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম ও বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ এ গবেষণা প্রতিবেদন তৈরি করে।

বিজ্ঞাপন

শিশু কল্যাণ পরিষদের পক্ষ থেকে আরো জানানো হয়, বর্তমানে প্রায় এক লাখ ৫১ হাজার শিশু নির্যাতনসংক্রান্ত মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, যা ভুক্তভোগী পরিবারগুলোর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর তোপখানা রোডে পরিষদের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন ড. হামিদুল হক। তিনি জানান, শিশু নির্যাতনের ঘটনা পরিবার ও সমাজ- উভয় পরিসরে ঘটছে। বিশেষ করে জেলা শহরগুলোয় সচেতনতা বৃদ্ধির জন্য কমিউনিটি ও স্কুলভিত্তিক কার্যক্রম জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইন ও শিশু আইন কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন- ফোরামের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল, শিশু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম, যুগ্ম সম্পাদক নাসের ইকবাল জাদু, নির্বাহী সদস্য ও নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন ও পরিচালক খন্দকার রিয়াজ হোসেন।

বক্তারা শিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ এবং জাতিসংঘের শিশু অধিকার সনদের পূর্ণ বাস্তবায়নের দাবি জানান। সেই সঙ্গে একটি শিশুবান্ধব সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন