আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তোফায়েল আহমেদের ভাগিনার বাড়িতে ভাঙচুর-আগুন

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

তোফায়েল আহমেদের ভাগিনার বাড়িতে ভাঙচুর-আগুন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের ভাগিনা রফিকুল ইসলামের বাড়িতে ভাঙচুরের পর আগুন দিয়েছে ছাত্র-জনতা। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডে এ ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

রফিকুল ইসলাম বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র। এছাড়াও ভোলা-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি আলী আজম মুকুলের স্ত্রীর বড় ভাই রফিক।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের দোসর তোফায়েল আহমেদের ভাগিনা রফিকুল ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকাবাসীর প্রতি সহস্র অন্যায় করার ফলে তার বাড়িতে এই হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটায় ছাত্র-জনতা।

বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম জানান, ভাঙচুর ও আগুনের বিষয়ে কেউ তাদেরকে জানায়নি।

এ ব্যাপারে জানতে বোরহানউদ্দিন থানায় গিয়ে ওসিকে না পেয়ে তার ফোন নাম্বারে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...