আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দিনাজপুর- ৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুর- ৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

দিনাজপুর- ৩ (সদর) আসনে বিএনপি প্রার্থী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

বিজ্ঞাপন

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আহমেদ, মো. আবু বকর সিদ্দিক, সাংঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুলসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে উপস্থিত জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আবু বকর সিদ্দিক বলেন, বেগম খালেদা জিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী। তিনি দিনাজপুরের কন্যা। এরআগে দিনাজপুরবাসী তাকে ভোট দেয়ার সুযোগ পায়নি। এবারে তাকে প্রার্থী হিসেবে পেয়েছে। দিনাজপুর সদরের ভোটাররা অধীর আগ্রহে তাকে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছেন। দিনাজপুর সদরের ভোটাররা বিপুল ভোটে তাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর সদর আসনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন। তারা আশা করছেন বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন