আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর জনস্বার্থে ওসি বদলি

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর জনস্বার্থে ওসি বদলি
ছবি: আমার দেশ।

শিক্ষার্থীকে স্বেচ্ছাসেবকলীগ নেতা পরিচয়ে গ্রেপ্তারের অভিযোগ শিরোনামে দৈনিক আমার দেশে সংবাদ প্রকাশের পর এবং জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ারকে জনস্বার্থে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে দেবিদ্বার থানার ওসি বদলের কথা জানানো হয়।

বিজ্ঞাপন

আদেশ অনুযায়ী, দেবিদ্বার থানার বর্তমান ওসি গোলাম সরওয়ারকে সরিয়ে জেলার লাইন আরওতে সংযুক্ত করা হয়েছে। অপরদিকে, কুমিল্লা সদরের কোটবাড়ি ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক নিরস্ত্র) মোহাম্মদ মনিরুজ্জামানকে পদায়ন করে দেবিদ্বার থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।

এর আগে, অতিরিক্ত ডিআইজি (চট্টগ্রাম বিভাগ) আহসান হাবিব স্বাক্ষরিত গত বছরের ১ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগের সকল থানার ওসি লটারির মাধ্যমে পরিবর্তন হলে ডিসেম্বরের ৮ তারিখ গোলাম সরওয়ার দেবিদ্বার থানার ওসি হিসেবে যোগদান করেন।

উল্লেখ, গত বছরের বৈষম্যবিরোধী আন্দোলনে দেবিদ্বার পৌরসদরে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে অংশ নেয় নাজমুল হাসান। অথচ গত ১৩ ডিসেম্বর (শনিবার) বিকালে তার পিতার মুদিখানার দোকান থেকে আটক করে দেবিদ্বার থানার এসআই অজয় চক্রবর্তী। পরদিন ১৪ ডিসেম্বর (রোববার) নাজমুল হাসানকে একটি নাশকতার মামলায় কুমিল্লা কোর্ট হাজতে প্রেরণ করলে ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে প্রেরণ করেন। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধি এবং এলাকাবাসী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন