বেনাপোলে বিজিবির অভিযানে পিস্তলসহ যুবক আটক

উপজেলা প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১৩: ৫১

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ধান রাখার গোলাঘর থেকে একটি বিদেশি পিস্তলসহ আতাউর রহমান (৩৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। েআটক আতাউর রহমান ওই গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে দৌলতপুর বিওপির একটি বিশেষ টহল দল ভোররাতে দৌলতপুর গ্রামের উত্তরপাড়ায় অভিযান চালায়। এ সময় স্থানীয় এক বাড়ির ধান রাখার গোলাঘরে তল্লাশি চালিয়ে একটি পিস্তলসহ আতাউর রহমানকে আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার সাংবাদিকদের জানান, আটক আতাউর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত