বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘এসপায়ার টু ইনোভেট’ (এটুআই) প্রোগ্রামের মধ্যে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়। এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো বিএমইউতে পেপারলেস বা কাগজবিহীন প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়ন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা।
এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। বিএমইউ-এর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামান। অন্যদিকে এটুআই-এর পক্ষে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোহা. আব্দুর রফিক, হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম এবং কনসালটেন্ট মোহাম্মদ শাহাদাত হোসেন।
চুক্তির আওতায় বিএমইউ-এর চিকিৎসা পরিষেবা, শিক্ষাদান এবং গবেষণার যাবতীয় আর্থিক লেনদেন সহজ ও স্বচ্ছ করতে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি চালু করা হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবপোর্টাল বা সিস্টেমের সংশ্লিষ্ট সকল সেবার ফি এবং বিল সংগ্রহের প্রক্রিয়াকে এটুআই-এর সমন্বিত পেমেন্ট প্ল্যাটফর্ম ‘একপে’-এর সাথে সংযুক্ত করা হবে। এর ফলে নাগরিকগণ এমএফএস (বিকাশ, নগদ ইত্যাদি), ডিজিটাল ওয়ালেট, অনলাইন ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে যেকোনো সময় যেকোনো স্থান থেকে অনায়াসে ফি পরিশোধ করতে পারবেন। এই উদ্যোগ বিএমইউ-এর সার্বিক কার্যক্রমে ক্যাসলেস পদ্ধতি বাস্তবায়ন এবং কায়িক ভোগান্তি হ্রাসে বড় ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এই সমঝোতা স্মারক বিএমইউ-তে পেপারলেস কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে একটি দীর্ঘ যাত্রার সূচনা করল। এর মাধ্যমে রোগীরা ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন এবং ভবিষ্যতে রোগীদের সকল স্বাস্থ্যগত রেকর্ড ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা সম্ভব হবে। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে অভূতপূর্ব অবদান রাখবে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণাকে গতিশীল ও সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তির কোনো বিকল্প নেই। এই সমঝোতা স্মারকটি রোগীদের ভোগান্তি দূর করার পাশাপাশি চিকিৎসা সেবা প্রাপ্তিকে আরও সহজলভ্য করবে।
রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. শামীম আহমেদ এবং ডেন্টাল অনুষদের ডীন ডা. সাখাওয়াত হোসেনসহ এটুআই প্রোগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই ডিজিটাল রূপান্তর চিকিৎসা ক্ষেত্রে বিএমইউ-কে একটি আধুনিক ও স্মার্ট প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

