সিলেটে বর্ণিল আয়োজনে যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার বিকেলে সিলেট সেনানিবাস বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্তরের সেনা, নৌ ও বিমানবাহিনী কর্মকর্তা, প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের মিলনমেলায় পরিণত হয়।
এ উপলক্ষে সিলেট সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়। এ ছাড়াও সমরাস্ত্র প্রদর্শনী, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কমান্ডো সদস্যদের দৈহিক কলাকৌশল ছিল আকর্ষণীয়।
আনন্দঘন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়ার কমান্ডার মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান। তিনি তার বক্তব্যের শুরুতে মুক্তিযুদ্ধে জেনারেল এমএজি ওসমানীসহ সিলেট অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
তিনি বলেন, বাংলাদেশের সেনা ও সশস্ত্রবাহিনী স্বমিহমায় উদ্ভাসিত, দেশপ্রেমেরে চেতনায় উজ্জীবিত। সেনাবাহিনী এখন জাতির আস্থার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। ২৪ সাল অস্থিতিশীল পরিস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করেন।
বর্তমান অন্তর্বর্তী সরকারকে সার্বিক সহযোগিতায়। যেকোনো দায়িত্ব পালনেও অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ সেনাবাহিনী। ২০২৬ সাল সুস্থ নির্বাচনের জন্য পরিকল্পনা চলছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন সিলেট অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম চৌধুরী বীরপ্রতীক।
অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী উপস্থিত ছিলেন।

