আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ২ টায় পৌর টাউন হল সুপার মার্কেটের গ্রান্ড এসেম্বলি হলে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের সভাপতি আজিজুর রহমান স্বপনের সভাপতিত্বে বিভিন্ন উপজেলার রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিকরা সংবাদ সম্মেলনে অংশ গ্রহণ করেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন কুড়িগ্রাম-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
তিনি বলেন, আগামী পরশুদিন থেকে ইলেকশনের মূল যুদ্ধ শুরু হবে। এই নির্বাচনটা আমরা পজেটিভলি করতে চাই। সবার ব্যাপারে পজেটিভ ধারণা রাখতে চাই। আমাদের কার্যক্রম পজেটিভ করতে চাই। ইলেকশনের যে নীতিমালা রয়েছে সেগুলো আমরা পজেটিভলি ফলো করতে চাই। যেকোনো ধরনের নেগেটিভিটি উপেক্ষা করে আমরা পজেটিভলি প্রতিযোগিতা জরতে চাই এবং শান্তিপূর্ণ ও সুন্দরভাবে এই কুড়িগ্রামে আমরা বাংলাদেশের অন্যতম একটা মডেল ইলেকশন করতে চাই।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কিভাবে সরকার পরিচালনা করবে, বাজেট কেমন হবে, দূর্নীতি কিভাবে কমাবে, স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থা কিভাবে চলবে এসব পলিসি জামায়াতের পক্ষ থেকে উপস্থাপন করা হচ্ছে। আমাদের এসব পলিসি ওয়েবসাইটে বিস্তারিত আপনারা দেখতে পারবেন।
কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান স্বপন বলেন, বিএনপিসহ অন্যান্য যেসব দল নির্বাচনে অংশ গ্রহণ করেছে আমরা তাদের স্বাগত জানাই এবং ফ্যাসিস্টমুক্ত নতুন বাংলাদেশ ও শোষণমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে আসুন আমরা সবাই একসাথে কাজ করি। আমরা ফ্যাসিস্টকে তাড়িয়েছি এখন সবাই মিলে আসুন সুন্দর একটি দেশ গড়ি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী মো.আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-৪ আসনের প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, সহ-সেক্রেটারি শাহজালাল সবুজ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

