উখিয়ায় পৃথক অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৯: ৩৮

কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, শনিবার বেলা ১২টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালুখালী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত দৌচালা ছাউনি ঘরের সামনে থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একই দিন বিকালে রাজাপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চাকবৈঠা এলাকায় আরও একটি অভিযান চালানো হয়। সেখানে চাকবৈঠা রাস্তার দক্ষিণ পাশে শামসুল আলমের বাড়ির সামনে থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে মোট ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা অবৈধ মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবো।

পুলিশ বলছে, উদ্ধারকৃত ইয়াবাগুলো থানায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত