আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ, সেই দুই আনসার সদস্যকে বরখাস্ত

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ, সেই দুই আনসার সদস্যকে বরখাস্ত

মানিকগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নাইট ডিউটি করার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় দুই আনসার সদস্যকে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে আদালতে পাঠানো হয়েছে । এ ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার দুপরে জুডিশিয়াল আদালত-২ তোলা হলে আদালতের খাশ কামরায় বিচারক সজীব চৌধুরীর উপস্থিতিতে আসামির জবানবন্দি গ্রহণ করা হয়।

বিজ্ঞাপন

এদিকে আজ দুপরের পুলিশ সুপার কার্যালয়ে আসামির বিষয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

তিনি বলেন, ধর্ষণ মামলার আসামিরা ১৬৪ ধারায় জবানবন্দি দিতে আদালতে আছেন। এছাড়া ঘটনায় বাইরে আরো কোনো ঘটনা আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে এ ঘটনায় ওই দুই আনসার সদস্যকে বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. কামরুজ্জামান বলেন, প্রাথমকিভাবে ঘটনার সত্যতা পাওয়ার পর পরই অভিযুক্ত দুই আনসর সদস্যকে বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে। তারা যে ঘটনাটি ঘটিয়েছে এটি খুবই নেক্কাজনক এবং অমানবিক। ব্যক্তির দোষ কখনই বাহিনী নিবে না। এ ঘটনায় দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত রোববার দিবাগত রাত দুইটার দিকে স্ত্রীকে নিয়ে এক ব্যক্তি নারায়নগঞ্জ থেকে নিজস্ব চাজিং ভ্যান নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় নানা বাড়ি যাচ্ছিলেন। এ সময় বাসষ্ট্যান্ড এলাকায় আসামাত্র ভ্যান গাড়ির চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন। এরপর হাসপাতালের গেটে ডিউটিরত অবস্থায় থাকা আনসার সদস্য শাহাদাৎ হোসেন এবং আবু সাঈদ তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতর নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...