মাধবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ১৯: ৩৪

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় অবৈধ ভাবে এক্সভেটর দিয়ে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগে আজিজ মিয়া নামে এক ব্যক্তিকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সে ওই এলাকার আলাই মিয়ার ছেলে।

বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মুজিবুল ইসলাম ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী তাকে এ অর্থদণ্ড প্রদান করেন। এসময় উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির একটি টিম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, উপজেলার ধর্মঘর, চৌমুহনী, বহরা, বুল্লা, ছাতিয়াইন ও শাহজাহানপুর এলাকায় প্রভাবশালী মাটি খেকোরা অবৈধভাবে এক্সভেটর দিয়ে ফসলি জমির টপসয়েল বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে যাচ্ছে। এ নিয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকায় একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত