আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভালুকায় পোশাক কারখানায় সহকর্মীর গুলিতে নিহত আনসার সদস্য

উপজেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

ভালুকায় পোশাক কারখানায় সহকর্মীর গুলিতে নিহত আনসার সদস্য

ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানায় নিরাপত্তা দায়িত্বে থাকা রোমান নামের এক আনসার সদস্য গুলিতে অপর এক আনসার সদস্য বজেন্দ্র বিশ্বাস (৪২) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আনসার সদস্য নোমান মিয়াকে আটক করেছে ভালুকা মডেল পুলিশ।

বিজ্ঞাপন

নিহত আনসার সদস্যের নাম বজেন্দ্র বিশ্বাস। তিনি সিলেট সদর উপজেলার কাদিরপুর গ্রামের প্রবিত্র বিশ্বাসের ছেলে।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, সোমবার রাতে উপজেলার মেহরাবাড়ী এলাকায় লাবিব গ্রুপের মালিকানাধীন সুলতানা সুয়েটার্স কারখানার খেতরে একজন আনসার সদস্য রোমান খেয়ালের বসে বজেন্দ্রকে গুলির ভয় দেখায়। কিন্তু বন্ধুক থেকে গুলি বের হয়ে রেজেন্দ্র বিশ্বাসের বাম পায়ের ওরুতে লাগে। এতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তিনি মারা যায়। এ ঘটনায় ভালুকা মডেল থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত নোমান মিয়া সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার বালুটুরি বাজার এলাকার লুৎফর রহমানের ছেলে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...