আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খেলাফত মজলিসের মুনতাসির আলীকে সিলেট- ২ আসন ছেড়ে দিলো জামায়াত

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

খেলাফত মজলিসের মুনতাসির আলীকে সিলেট- ২ আসন ছেড়ে দিলো জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খেলাফত মজলিসের প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলীকে সিলেট- ২ (ওসমানীনগর–বিশ্বনাথ) আসন ছেড়ে দিয়েছে জামায়াত। মঙ্গলবার জামায়াত প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্তের কারণেই তাকে সিলেট- ২ আসন থেকে সরে দাঁড়াতে হয়েছে।

বিজ্ঞাপন

আসন ছাড় পাওয়ার প্রতিক্রিয়ায় খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী ফেসবুক স্ট্যাটাসে গতকাল রাত ৯টার দিকে লিখেন, ‘আলহামদুলিল্লাহ’।

এদিকে এ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াত প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান এবং খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মুনতাসির আলী। তবে শেষ পর্যন্ত জোটের সমঝোতায় জামায়াত প্রার্থী সরে দাঁড়ালে খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মুনতাসির আলীর নির্বাচন নিশ্চিত হয়।

এর আগে অধ্যাপক আব্দুল হান্নান দুইবার এবং মোহাম্মদ মুনতাসির আলী একবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও প্রত্যাশিত সাফল্য পাননি। তবে ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত এই আসনে বিএনপি প্রার্থী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে—এমন আলোচনা রাজনৈতিক মহলে জোরালো ছিল।

কিন্তু শেষ মুহূর্তে জোটগতভাবে আসন ছেড়ে দেওয়ায় সিলেট-২ আসনে বিএনপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনার বিজয়ে বড় কোনো বাধা থাকছে না—এমন ধারণাই এখন ঘুরছে রাজনৈতিক অঙ্গনে। উপজেলার চায়ের টেবিল থেকে রাজনৈতিক আড্ডা—সবখানেই চলছে আলোচনা আর রসালো খোশগল্প।

এই সমীকরণে লুনা সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে আনন্দের জোয়ার। বিপরীতে প্রত্যাশিত প্রার্থী সরে দাঁড়ানোয় হতাশ ও ভেঙে পড়েছেন জামায়াত প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নানের অনুসারীরা। সিলেট- ২ আসনের রাজনীতিতে তাই শেষ পর্যন্ত জোটের সিদ্ধান্তই হয়ে উঠল সবচেয়ে বড়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...