ডিজিটাল উন্নয়ন ও প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুষ্টিয়ায় বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলার ৩২জন সিএসও ও এনজিও প্রতিনিধি অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন, কুষ্টিয়া সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুরাদ হোসেন, বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান, সঞ্জয় কুমার বিশ্বাস, সিনিয়র আইসিটি ম্যানেজার সেতু প্রমুখ।
এসময় বক্তারা নারী ও ছাত্রীদের জেন্ডার-ভিত্তিক সহিংসতা এবং টিএফজিবিভির প্রাথমিক শিকার হিসেবে দুর্বল বিষয়গুলো তুলে ধরেন। তারা বলেন, পুরুষরাও টিএফজিবিভিতে আক্রান্ত হতে পারে। পাশাপাশি প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা কার্যকরভাবে মোকাবেলা করার জন্য সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা থাকতে হবে।
বক্তারা আরো বলেন, টিএফজিবিভি প্রতিরোধে সম্মিলিত পদক্ষেপের প্রয়োজন। সেক্ষেত্রে পরিবারের সদস্য, শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ পরিবেশ গড়ে তুলতে হবে। টিএফজিবিভি কার্যকরভাবে মোকাবেলা করার জন্য প্রশাসনসহ আমাদের সকলের নিজ নিজ ক্ষমতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি। পাশাপশি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ও পরিবারে সচেতনতা কার্যক্রম পরিচালনা খুব জরুরি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

