আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইন্দুরকানীতে আমার দেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উপজেলা প্রতিনিধি, ইন্দুরকানী (পিরোজপুর)

ইন্দুরকানীতে আমার দেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পিরোজপুরের ইন্দুরকানীতে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক আমার দেশের নবযাত্রার ১ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক আমার দেশের ইন্দুরকানী প্রতিনিধি মো. শাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি মো. আল আমিন হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ, জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসেন, বিআরডিবি সভাপতি ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফায়জুল কবির তালুকদার, ইন্দুরকানী সরকারি কলেজের প্রভাষক মো, জাকারিয়া হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. হেলাল উদ্দিন গাজী, সদর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ করিম ইমন, প্রেসক্লাব সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু।

এসময়ে উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার উপ পরিদর্শক সঞ্জীব ঢালী, সদর ইউনিয়ন বিএনপি সভাপতি মো. হাফিজুর কবির তালুকদার, সোনালী ব্যাংক ব্যবস্থাপক মশিউর রহমান গাজী, রুপালী ব্যাংক ব্যবস্থাপক ইমরান হোসেন, পূবালী ব্যাংক ব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম, সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সোহাগ হোসেন, দঃ ইন্দুরকানী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার মজুমদার, কলারন চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার শীল, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম, চন্ডিপুর ইউনিয়ন সাংগঠনিক মোঃ ইউনূস আকন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব জুয়েল রানা, শ্রমিক দলের সভাপতি আবুল কালাম, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম, কলেজ ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম, সিরাজুল ইসলাম সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।

এসময়ে বক্তারা বলেন, দৈনিক আমার দেশ সমাজ পরিবর্তনে ভূমিকা রাখা একটি সত্যনিষ্ঠ পত্রিকা, যা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখায়। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে পত্রিকাটি সবসময় অবিচল থেকেছে। ভয়ভীতি ও ঝুঁকি উপেক্ষা করে পেশাদার সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে। পতিত ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে সংবাদ প্রকাশ করার কারণে পত্রিকাটি বন্ধ করা দেয়া হয়েছিলো। নতুন বাংলাদেশে নবযাত্রার এক বছরে আমার দেশ আজ সাধারণ মানুষের কণ্ঠস্বর ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন