আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সীতাকুণ্ডে নিহত র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধি, কুমিল্লা

সীতাকুণ্ডে নিহত র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের দাফন সম্পন্ন

চট্টগ্রামের সীতাকুণ্ডের গহিন পাহাড়ি এলাকা জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের ডিএডি মোতালেবের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার রাত নয়টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা কালীরবাজার ইউনিয়ন অলিপুর ভূঁইয়া বাড়ি ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এসময় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

র‍্যাবের ডিএডি (উপসহকারী পরিচালক) আব্দুল মোতালেবের বাড়ি কুমিল্লা সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের অলিপুর গ্রামে। মৃত আব্দুল খালেক ভূঁইয়ার আট ছেলে ও তিন মেয়ের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন মোতালেব।

আব্দুল মোতালেবের এক ছেলে ও দুই মেয়ে। তার ছেলে শাকিব, মেয়ে শারমিন ও মুনতাহা— সবাই ঢাকায় লেখাপড়া করে। ডিএডি আব্দুল মোতালেবের স্ত্রী শামসুন্নাহার বেগম স্বামীর মৃত্যুতে বার বার মুর্চা যাচ্ছেন ।

ডিএডি আব্দুল মোতালেবের ভাই জাকির হোসেন ভূঁইয়া বলেন, ‘আমাদের আট ভাইয়ের মধ্যে মোতালেব সবার ছোট। সে লেখাপড়া করার পর বিজিবিতে জয়েন করে । তারপর গত দুই বছর র‍্যাবে কাজ করেছে । গত শনিবার পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে এসেছিল । তার মেয়ে বলেছিল, ‘বাবা, তুমি এখন যেও না। মেয়ের কথা না শুনেই সে কাজে জয়েন করে ।’

তিনি আরো বলেন, ‘গতকাল অভিযানে যাওয়ার পর সন্ত্রাসীদের হামলায় সে শহীদ হয়েছে। একজন সামরিক কর্মকর্তারও নিরাপত্তা নেই। সরকারের কাছে অনুরোধ করছি, যারা হত্যা করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে । কোনো মায়ের মুখ যেন খালি না হয় । কোনো মেয়ে যেন তার বাবাকে না হারায় । স্ত্রী যেন স্বামীহারা না হয়, সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করছি ।’

আব্দুল মোতালেবের মেজো ভাই মজিবুর রহমান বলেন, ‘আমার ভাই অনেক ভালো মানুষ ছিল । সে সরকারি চাকরি করলেও সমাজের মানুষের সঙ্গে মিশে সামাজিক কাজ করতো । ছোট ভাইকে হারিয়ে আমরা এখন দিশেহারা। তার ছেলেমেয়েরা এতিম হয়ে গেছে ।’

গত ১৯ জানুয়ারি চট্টগ্রামের সীতাকুণ্ডের গহিন পাহাড়ি এলাকা জঙ্গল ছলিমপুরে এবার সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের ডিএডি আব্দুল মোতালেবকে হত্যা করা হলো। এ ঘটনায় এক সোর্সসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছে। তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ উঠেছে, এ ঘটনায় জঙ্গল ছলিমপুরের শীর্ষ সন্ত্রাসী ইয়াছিনের অনুসারীরাই এ হামলার নেতৃত্ব দিয়েছে৷ বর্তমানে সন্ত্রাসীদের ধরতে ছিন্নমূল, আলীনগর ও লিংক রোড এলাকায় বিপুলসংখ্যক র‍্যাব, পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া জঙ্গল ছলিমপুরের ভেতরে সাঁড়াশি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ।

ডিএডি আব্দুল মোতালেবের মরদেহ রাত সাড়ে আটটায় এলাকায় পৌঁছার পর স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে আকাশ বাতাস। শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছিল সহস্রাধিক মানুষ ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন