জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান নিয়ে যেকারণে হতাশা ভাসানী জনশক্তি পার্টি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০০: ৪৪

জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের সকল অংশীজনের উপস্থিতি না থাকা হতাশাজনক বলেছে ভাসানী জনশক্তি পার্টি।

মঙ্গলবার রাতে আয়োজিত এক ভার্চুয়াল মিটিংয়ে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান নিয়ে ভাসানী জনশক্তি পার্টির নেতৃবৃন্দ এ হতাশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

এর আগে বিকেল ৫টা ২২ মিনিটে জুলাই ঘোষণাপত্র পাঠ ও রাত ৮টার দিকে জাতির উদ্দেশে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভাসানী জনশক্তি পার্টির নেতৃবৃন্দ বলেন, গণঅভ্যুত্থানে নেতৃত্ব যারা দিয়েছিলেন তাদের অনেকেই ঘোষণাপত্র অনুষ্ঠানে আমন্ত্রণ পায়নি। বিশেষ কয়েকটি দলের সাথে আলোচনার মাধ্যমে জুলাই ঘোষণা পত্রটি তৈরি করা হয়েছে বলে মনে করে ভাসানী জনশক্তি পার্টি। গণঅভ্যুত্থানে প্রায় সকল রাজনৈতিক দল আন্দোলন করেছে রক্ত দিয়েছে পুলিশের মার খেয়েছে তারপরেও ফ্যাসিস্ট সরকারের বিপক্ষে দৃঢ়ভাবে রাজপথে থেকেছে।

ভাসানী জনশক্তি পার্টির নেতৃবৃন্দ বলেন, আজ জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে সেসব রাজনৈতিক দলের মধ্যে অনেককেই সরকার থেকে দাওয়াত দেওয়া হয়নি। যা জুলাই স্পিরিটের সাথে সাংঘর্ষিক। ভাসানী জনশক্তি পার্টি শেষ সময়ে দাওয়াত পেলেও জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের তরফ থেকে কোন আলোচনা না করার কারণে এবং অংশীজনদের অনেককেই দাওয়াত না দেওয়ার কারণে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করা থেকে বিরত থেকেছে ভাসানী জনশক্তি পার্টি। আমরা মনে করি গুটি কয়েক দলকে মাথায় রেখে কোনোভাবেই কোন সংস্কার কার্যক্রম সফল হবে না।

নেতৃবৃন্দ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলকে সমানভাবে সম্মান দিতে হবে এবং তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে সরকারকে এগিয়ে যেতে হবে। জুলাই ঘোষণাপত্রে আহত এবং নিহত নিহতদেরকে শহীদ-আহতদের স্বীকৃতি দেওয়ার কথা বলায় ভাসানী জনশক্তি পার্টি অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানায়। একই সাথে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করায় ভাসানী জনশক্তি পার্টি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছে। ভাসানী জনশক্তি পার্টি মনে করে, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হবে। সকল রাজনৈতিক দলকে কাজ করার জন্য লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে।

ভার্চুয়াল মিটিংয়ে যুক্ত ছিলেন- ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম, মুখপাত্র আবদুল কাদের, প্রেসিডিয়াম সদস্য আমিনুল ইসলাম সেলিম, পারভীন নাসের ভাসানী, রফিকুল ইসলাম খান, এ্যাড মোহাম্মদ আলী, তাসলিমা নাজনীন ও এ্যাড জসিমউদদীন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত