প্রশাসনে ঘাপটি মেরে আছে ফ্যাসিস্টের সহযোগী

সুনামগঞ্জের কৃষি কর্মকর্তা ১৫ আগস্টের শোক বার্তা দিলেন

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৬: ২৩
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১৬: ৪২

জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তার অনেক সঙ্গীরা পালিয়ে গেলেও রয়ে গেছেন তার দোসররা। এমনকি প্রশাসনেও ঘাপটি মেরে বসে আছেন তারা। সুনামগঞ্জে এমন একজন ফ্যাসিস্ট সরকারি কর্মকর্তার খোঁজ মিলছে। যিনি আজ ১৫ আগস্ট শেখ মুজিবের ছবি পোস্ট করে নিজের ফেসবুক আইডিতে শোক জানিয়েছেন। ছবিটি ফেসবুকে পোস্ট করার পর সরকারি, বেসরকারিসহ রাজনৈতিক সংগঠনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই সরকারি কর্মকর্তাকে ফ্যাসিস্ট হিসেবে আখ্যা দিচ্ছেন।

এ ফ্যাসিস্ট সরকারি কর্মকর্তা হলেন, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ- পরিচালক (শষ্য) মোহাম্মদ নাজমুল কবির।

বিজ্ঞাপন

অভিযুক্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ- পরিচালক (শস্য) মোহাম্মদ নাজমুল কবির বলেন, শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট করা এটি আমার ব্যক্তিগত ব্যাপার। বড় পরিসরে চিন্তার বিষয় না।যেহেতু তিনি দেশের ফাউন্ডার সেহেতু লিখছি।

সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রেজাউল হক বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাজমুল কবির ফ্যাসিবাদী সরকারের একজন আমলা। তিনি প্রকাশ্যে সরকারি কর্মকর্তা হয়ে শেখ মুজিবকে নিয়ে ছবি পোস্ট করায় আওয়ামীলীগের দোসর হিসেবে চিহ্নিত হয়েছেন। এ ফ্যাসিস্ট সরকারি কর্মকর্তাকে সুনামগঞ্জ থেকে অপসারণ করা হোক।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, ফেসবুকে পোস্ট করার একটা নীতিমালা আছে। নীতিমালার বাইরে গিয়ে একজন সরকারি কর্মকর্তার ফেসবুকে পোস্ট করা সরকারের জন্য বিব্রতকর। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত