জামায়াতের কেন্দ্রীয় আমির নির্বাচনে ঝালকাঠিতে ভোট

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১২: ৩২
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১৩: ১৩

জামায়াতের কেন্দ্রীয় আমির নির্বাচনে ঝালকাঠিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুধুমাত্র জেলা জামায়াতের রোকনরা (সদস্য) এই ভোট প্রদান করেন। এ উপলক্ষে শহরের একটি কমিউনিটি সেন্টারে শনিবার সকাল ১০টায় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল অঞ্চলের সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী।

বিজ্ঞাপন

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি ফরিদুল হক এবং ঝালকাঠি-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী শেখ নেয়ামুল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সদস্য সম্মেলনে বক্তারা বলেন, আগামী নির্বাচনে কাউকে ভোট কাটতে দেয়া হবে না। অরাজনৈতিক সাধারণ ভোটারদের ভোট যেদিকে যাবে সে পাল্লাই ভারি হবে। মাঠে মযদানে ঘুরে আমরা বুঝতে পেরেছি এবারের নির্বাচনে দেশের সাধারণ মানুষ জামায়াতকেই নির্বচিত করবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত