আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আহম্মেদ (২৯) নামের এক যুবকের মৃত‍্যু ও একজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সোয়া আটটার দিকে উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের আন্ধারিঝাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের হারুন অর রশিদের পুত্র।

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ফারুক তার বন্ধু ঢাকার কামরাঙ্গীর চর এলাকার জাহাঙ্গীর আলম অপুকে সাথে নিয়ে মোটরসাইকেলে (যার রেজি নং কুড়িগ্রাম হ-১৩- ২৭০৩) যোগে কুড়িগ্রাম যাওয়ার পথে ভূরুঙ্গামারী -কুড়িগ্রাম মহাসড়কের আন্ধারিঝাড় এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ভূরুঙ্গামারীগামী পাভেল এক্সপ্রেস নামের (যার রেজি নং ঢাকা মেট্রো ব-১৫-৯৮৪৯) একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক ফারুক ও তার বন্ধু জাহাঙ্গীর আলম অপু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত দুজনকে ভূরুঙ্গামারী হাসপাতালে নিয়ে গেলে কত‍্যর্বরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন। আহত জাহাঙ্গীর আলম অপুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত‍্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...