নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ: সারজিস

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ২১: ০৬
আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ২২: ৩৫

জুলাই বিপ্লবে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম শহীদ পরিবারের খোঁজ নিতে ও জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের জনমত তৈরিতে গণসংযোগের অংশ হিসেবে দ্বীপজেলা ভোলায় বোরহানউদ্দিন এসেছেন। এসময় তিনি বোরহানউদ্দিন উপজেলার মডেল মসজিদে জুমার নামাজ আদায় করেন।

এ সময় তিনি বলেন, আমরা এক্যবদ্ধভাবে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বেরাচারী, ফ্যাসিবাদী, গুম-খুনের হাসিনা সরকারের পতন ঘটিয়েছি। আমাদের নৈতিক দায়িত্ব সারা বাংলাদেশর প্রতিটি জেলা ও উপজেলায় এসে এখানকার মানুষের আশা আকাঙ্ক্ষার কথা শুনে সেটা সরকারের কাছে পৌঁছে দেয়া। আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি এই বাংলাদেশ যদি আমরা বিনির্মাণ করতে চাই। আমাদের প্রত্যেককে আমাদের স্বার্থকে এক পাশে রেখে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার পতনের জন্য আল্লাহপাক আমাদের উছিলা যে বিজয় অর্জন হয়েছে। তা আমরা জীবনের বিনিময়ে হলেও রক্ষা করব।

বিজ্ঞাপন

এদিকে হঠাৎ করে সমন্বয়ক সারজিস বোরহানউদ্দিনে আগমন শুনে জুলাই বিপ্লবের নিহত শহীদ পরিবারের সদস্য ও ছাত্র-জনতা এ তরুণ সমন্বয়কের সাথে দেখা করে।

ভোলার গ্যাস যাহাতে ভোলার মানুষ পেতে পারে এবং ভোলা-বরিশাল সেতু ও অবহেলিত দ্বীপজেলার মানুষের দীর্ঘদিনের চাওয়া একটি মেডিকেল কলেজ অতিসত্ত্বর নির্মাণ করা হয়। সেজন্য সমন্বয়ক সারজিসকে বর্তমান সরকারের কাছে বোরহানউদ্দিনবাসীর এই বার্তা পৌঁছে দেয়ার জন্য অনুরোধ জানান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত