গৌরনদী থানায় মামলা

বরিশাল অফিস

বরিশালের গৌরনদীতে যুবদলের প্রভাবশালী এক কর্মীর বিরুদ্ধে কলেজছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলা করেছেন। মামলার পর অভিযান চালিয়ে নিলয় আহমেদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত যুবদলকর্মীর নাম কিং মাসুদ সরদার। তিনি ইতালি প্রবাসী বিএনপি নেতা ও উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন যুবদলের প্রভাবশালী নেতা হিসেবে এলাকায় পরিচিত। তবে সেখানে যুবদলের কোনো কমিটি নেই। নতুন কমিটি গঠন হলে কিং মাসুদ ইউনিয়ন যুবদলের সভাপতি বা সাধারণ সম্পাদকের পদ পেতে পারেন বলে স্থানীয়রা জানান।
মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় প্রথমে মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ দিয়ে ভুক্তভোগী ওই কলেজছাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন কিং মাসুদ। পরে সন্ধ্যার দিকে ভুক্তভোগীর সহপাঠী ইমন সরদার কৌশলে ভুক্তভোগীকে স্থানীয় সমরসিংহ বাজারে একটি দোকানের সামনে ডেকে নিয়ে যান এবং মোবাইল ফোনে কিং মাসুদের সঙ্গে কথা বলিয়ে দেন। মোবাইল ফোনের অপর প্রান্ত থেকে বিভিন্ন হুমকি দিয়ে ভুক্তভোগীকে তার কথা শুনতে বাধ্য করা হয়।
এরপর ইমন ভুক্তভোগীকে ভ্যানযোগে উপজেলার ইল্লা বাসস্ট্যান্ডে নিয়ে যান। সেখানে কিং মাসুদ ও ইমন ওই কলেজছাত্রকে নিলয়ের ঘরে নিয়ে যান। সেখানে তাকে বলাৎকার করেন ওই যুবদলকর্মী। এ সময় ঘটনাটি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। কিন্তু বাড়ি ফিরে ওই কালেজছাত্র অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানতে পারেন পরিবারের সদস্যরা। এরপর কিং মাসুদ, নিলয় ও ইমনের নামে থানায় মামলা করা হয়।
স্থানীয়রা জানান, কিং মাসুদ এলাকায় নামধারী যুবদলের প্রভাবশালী নেতা। জুলাই বিপ্লবের পর সাবেক এমপি জহির উদ্দিন স্বপন ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুর ছবিসংবলিত ব্যানার-পোস্টারের মাধ্যমে এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তার করেন তিনি।
মামলা হওয়ার খবর পেয়ে গা-ঢাকা দেন যুবদলকর্মী কিং মাসুদ। এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ। তিনি আত্মগোপনে আছেন বলে স্থানীয়রা জানান।
খাঞ্জাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফজলু খান বলেন, বর্তমানে খাঞ্জাপুর ইউনিয়ন যুবদলের কোনো কমিটি নেই। কিং মাসুদ যুবদলের নামধারী নেতা। তার অপকর্মের বিষয়ে শুনেছি এবং উপজেলা নেতাদের জানিয়েছি।
এ বিষয়ে গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম আমার দেশকে বলেন, বিষয়টি তার জানা নেই। এমন ঘটনার সঙ্গে জড়িত থাকলে কিং মাসুদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, কলেজছাত্রকে বলাৎকারের ঘটনায় দায়ের মামলার প্রধান আসামি কিং মাসুদকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। ইতোমধ্যে নিলয়কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বরিশালের গৌরনদীতে যুবদলের প্রভাবশালী এক কর্মীর বিরুদ্ধে কলেজছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলা করেছেন। মামলার পর অভিযান চালিয়ে নিলয় আহমেদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত যুবদলকর্মীর নাম কিং মাসুদ সরদার। তিনি ইতালি প্রবাসী বিএনপি নেতা ও উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন যুবদলের প্রভাবশালী নেতা হিসেবে এলাকায় পরিচিত। তবে সেখানে যুবদলের কোনো কমিটি নেই। নতুন কমিটি গঠন হলে কিং মাসুদ ইউনিয়ন যুবদলের সভাপতি বা সাধারণ সম্পাদকের পদ পেতে পারেন বলে স্থানীয়রা জানান।
মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় প্রথমে মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ দিয়ে ভুক্তভোগী ওই কলেজছাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন কিং মাসুদ। পরে সন্ধ্যার দিকে ভুক্তভোগীর সহপাঠী ইমন সরদার কৌশলে ভুক্তভোগীকে স্থানীয় সমরসিংহ বাজারে একটি দোকানের সামনে ডেকে নিয়ে যান এবং মোবাইল ফোনে কিং মাসুদের সঙ্গে কথা বলিয়ে দেন। মোবাইল ফোনের অপর প্রান্ত থেকে বিভিন্ন হুমকি দিয়ে ভুক্তভোগীকে তার কথা শুনতে বাধ্য করা হয়।
এরপর ইমন ভুক্তভোগীকে ভ্যানযোগে উপজেলার ইল্লা বাসস্ট্যান্ডে নিয়ে যান। সেখানে কিং মাসুদ ও ইমন ওই কলেজছাত্রকে নিলয়ের ঘরে নিয়ে যান। সেখানে তাকে বলাৎকার করেন ওই যুবদলকর্মী। এ সময় ঘটনাটি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। কিন্তু বাড়ি ফিরে ওই কালেজছাত্র অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানতে পারেন পরিবারের সদস্যরা। এরপর কিং মাসুদ, নিলয় ও ইমনের নামে থানায় মামলা করা হয়।
স্থানীয়রা জানান, কিং মাসুদ এলাকায় নামধারী যুবদলের প্রভাবশালী নেতা। জুলাই বিপ্লবের পর সাবেক এমপি জহির উদ্দিন স্বপন ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুর ছবিসংবলিত ব্যানার-পোস্টারের মাধ্যমে এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তার করেন তিনি।
মামলা হওয়ার খবর পেয়ে গা-ঢাকা দেন যুবদলকর্মী কিং মাসুদ। এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ। তিনি আত্মগোপনে আছেন বলে স্থানীয়রা জানান।
খাঞ্জাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফজলু খান বলেন, বর্তমানে খাঞ্জাপুর ইউনিয়ন যুবদলের কোনো কমিটি নেই। কিং মাসুদ যুবদলের নামধারী নেতা। তার অপকর্মের বিষয়ে শুনেছি এবং উপজেলা নেতাদের জানিয়েছি।
এ বিষয়ে গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম আমার দেশকে বলেন, বিষয়টি তার জানা নেই। এমন ঘটনার সঙ্গে জড়িত থাকলে কিং মাসুদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, কলেজছাত্রকে বলাৎকারের ঘটনায় দায়ের মামলার প্রধান আসামি কিং মাসুদকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। ইতোমধ্যে নিলয়কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গোপালপুরে শতবর্ষ ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে শশীমুখী উচ্চবিদ্যালয়। টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী রাজবাড়ীর হেমনগর এলাকায় অবস্থিত এই বিদ্যালয় এখন মানুষ গড়ার প্রতিষ্ঠান হিসেবে সুনাম কুড়িয়েছে। ১৯০০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি এখনো গোপালপুরে শিক্ষার অন্যতম আলোকবর্তিকা হিসেবে পর
১৭ মিনিট আগে
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, দীর্ঘদিন ধরে আশ্রয়ণ প্রকল্পের ঘর ফাঁকা পড়ে থাকার বিষয়টি অবগত হয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
২০ মিনিট আগে
চলতি বছর হলিধানি এলাকায় পরীক্ষামূলকভাবে মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন জাতের তরমুজ চাষ শুরু হয়েছে। মাচা পদ্ধতিতে ঝুলন্ত তরমুজের বাম্পার ফলন হয়েছে । এই পদ্ধতিতে তরমুজের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসির ঝিলিক।
২৮ মিনিট আগে
গ্যাস-বিদ্যুৎ সংযোগ না থাকায় নরসিংদীর শিবপুর বিসিকে তিন বছরেও গড়ে ওঠেনি শিল্প-কারখানা। এছাড়াও রক্ষণাবেক্ষণের অভাবে সৈয়দনগরে গড়ে তোলা ‘নরসিংদীর সম্প্রসারণকৃত বিসিক’ এখন অপরাধ ও অসামাজিক কার্যকলাপের স্থানে পরিণত হয়েছে। গেটে নেই কোনো পাহারাদার। গড়ে ওঠেনি কোনো শিল্প-কারখানা।
৩১ মিনিট আগে