অন্যজনের পাঁচ বছর সশ্রম কারাদণ্ড
উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)
বরগুনায় মাদরাসা পড়ুয়া ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
এছাড়া অন্য এক আসামিকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ফাঁসির দণ্ডিত আসামি বরগুনা জেলার আমতলী উপজেলার পূঁজাখোলা ইসলামপুর গ্রামের শহিদুল ইসলাম খানের ছেলে হৃদয় খান (২০)। তার সহযোগী আসামি জাহিদুল ইসলাম (১৯)। এ তথ্য নিশ্চিত করেছেন বিশেষ পিপি রনজুয়ারা সিপু।
জানা গেছে, ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি ভিকটিম ছাত্রীর বাবা আমতলী থানায় ওই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ করেন। তার ১২ বছরের কন্যা ৫ ফেব্রুয়ারি শাক তুলতে বাইরে যায়। দুপুর পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় তার বাবা-মা বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। পরদিন বাদী আমতলী থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে তাদের ফোনে অজ্ঞাতনামা একজন মেসেজ দিয়ে বলে, ১৫ লাখ টাকা মুক্তিপণ দিলে মেয়েকে ছেড়ে দেওয়া হবে। বাদী বিষয়টি পুলিশকে জানান।
পুলিশ প্রধান আসামি হৃদয় খানকে ৭ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে জানতে পারে ৫ ফেব্রুয়ারি বাদীর মেয়েকে মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণ করা হয়। মুক্তিপণ না পেয়ে আমতলীর জনৈক নূর মোহাম্মদ খানের বাড়ির কাছে নিয়ে ধর্ষণ শেষে তাকে হত্যা করা হয়।
বরগুনায় মাদরাসা পড়ুয়া ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
এছাড়া অন্য এক আসামিকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ফাঁসির দণ্ডিত আসামি বরগুনা জেলার আমতলী উপজেলার পূঁজাখোলা ইসলামপুর গ্রামের শহিদুল ইসলাম খানের ছেলে হৃদয় খান (২০)। তার সহযোগী আসামি জাহিদুল ইসলাম (১৯)। এ তথ্য নিশ্চিত করেছেন বিশেষ পিপি রনজুয়ারা সিপু।
জানা গেছে, ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি ভিকটিম ছাত্রীর বাবা আমতলী থানায় ওই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ করেন। তার ১২ বছরের কন্যা ৫ ফেব্রুয়ারি শাক তুলতে বাইরে যায়। দুপুর পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় তার বাবা-মা বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। পরদিন বাদী আমতলী থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে তাদের ফোনে অজ্ঞাতনামা একজন মেসেজ দিয়ে বলে, ১৫ লাখ টাকা মুক্তিপণ দিলে মেয়েকে ছেড়ে দেওয়া হবে। বাদী বিষয়টি পুলিশকে জানান।
পুলিশ প্রধান আসামি হৃদয় খানকে ৭ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে জানতে পারে ৫ ফেব্রুয়ারি বাদীর মেয়েকে মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণ করা হয়। মুক্তিপণ না পেয়ে আমতলীর জনৈক নূর মোহাম্মদ খানের বাড়ির কাছে নিয়ে ধর্ষণ শেষে তাকে হত্যা করা হয়।
টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকাবস্থায় হারুন অর রশিদকে গত ১৮ অক্টোবর (শনিবার) গভর্নিং বডির মাসিক সভা ডাকার নির্দেশ দেওয়া হলে তিনি রহস্যজনক কারণে সভা ডাকেননি। এছাড়াও ১৯ অক্টোবর (রোববার) ফের স্কুলে মিটিং ডাকার জন্য বলা হলে মিটিং ডাকবেন বলে জানান
৮ মিনিট আগেইলিশ মাছ বিতরণের রেশ কাটতে না কাটতেই এবার গরুর মাংস বিতরণের ঘোষণা দিয়েছেন ফরিদপুর- ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মাওলানা রায়হান জামিল। আগামী ৩০ অক্টোবর ১ টাকা কেজিতে ভাঙ্গা উপজেলার ১০০ অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে তিনি মাংস বিতরণের এ ঘোষণা দিয়েছেন।
২১ মিনিট আগেজুলাই গণঅভ্যুত্থানে শহীদ মো. জসিম উদ্দিনের মেয়ে লামিয়া ধর্ষণ মামলার দুই আসামির ১৩ ও একজনের ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন।
২ ঘণ্টা আগেফায়ার সার্ভিসের দাবি, অপরিকল্পিত নগরায়ণ, পানির পর্যাপ্ত উৎসের অভাব এবং সমন্বয়হীনতার কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে তাদের। বিশেষ করে বন্দর, বিমানবন্দর, ইপিজেড ও জাহাজভাঙা শিল্পাঞ্চলে আগুন নেভাতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ, এসব স্থানে আগুন লাগার খবর অনেক সময় দেরিতে পৌঁছ
৪ ঘণ্টা আগে