আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভোলার সকল রুটের নৌ চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি, ভোলা
ভোলার সকল রুটের নৌ চলাচল বন্ধ

ভোলার আভ্যন্তরীণ সকল রুটে নৌ-চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে এ জেলায় ভারী বর্ষণ ও বাতাসের বেগ বৃদ্ধি পেয়েছে। বেড়িবাঁধের বাইরের নিম্মাঞ্চল ও চড়সমূহে স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। নিম্নচাপের প্রতিকূল পরিবেশ মোকাবিলায় সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। বাড়ানো হয়েছে নজরদারি।

বিজ্ঞাপন

উপকূলীয় এলাকায় নিম্নচাপের প্রভাবে ভোলায় দুইদিন ধরে ভারী বর্ষণ ও বাতাস বইছে। বিচ্ছিন্ন রয়েছে প্রায় এলাকায় বিদ্যুৎ। এতে করে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আজ সকাল থেকে ভারী বর্ষণ ও বাতাসের ব্যাগ বৃদ্ধি পাওয়ায় ভোলার অভ্যন্তরীণ সকল রুটের নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

বিআইডব্লিউটি’র সহকারী পরিচালক রিয়াদ হোসেন জানান, আজ সকাল থেকে ভোলার আবহাওয়ার অবস্থা খারাপের দিকে যাওয়ায় নদী খুব উত্তাল হয়ে গেছে যার কারণে সকল রুটে নৌ-চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দুর্যোগ মোকাবিলায় জেলায় ৮৬৯টি আশ্রয়কেন্দ্র ও ১৪টি আশ্রয় কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও ১৩ হাজার ৮৬০ জন সিপিপি স্বেচ্ছাসেবক সদস্য প্রস্তুতসহ ৯৮টি মেডিকেল টিম ও গবাদি পশুর জন্য ২১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

জেলা প্রশাসক আজাদ জাহান জানান, আবহাওয়া খারাপের দিকে যাওয়ায় নৌ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। জরুরি ত্রাণ তহবিল থেকে ২ লাখ ২৯১ মেট্রিক টন চাল। ১০১৫ প্যাকেট শুকনা খাবার প্রস্তুত রাখা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন