আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাকসুর খসড়া গঠনতন্ত্র নিয়ে অসন্তোষ শিক্ষার্থীদের, পরিবর্তন দাবি

মাসুদ রানা, ববি

বাকসুর খসড়া গঠনতন্ত্র নিয়ে অসন্তোষ শিক্ষার্থীদের, পরিবর্তন দাবি

দীর্ঘ প্রতীক্ষার পর বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (বাকসু) খসড়া গঠনতন্ত্র প্রকাশ করেছে প্রশাসন। তবে এ গঠনতন্ত্র নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা লক্ষ করা গেছে। সার্বিক বিষয় নিয়ে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে এর আগেই গঠনতন্ত্রের ব্যাপারে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন শিক্ষার্থীরা। কেউ বলছেন পদ-পদবির যোজন-বিয়োজন নিয়ে, আবার কেউ প্রশ্ন তুলছেন কার্যপরিধির সীমাবদ্ধতা নিয়ে। দীর্ঘ প্রতীক্ষার পর যখন বাকসু নির্বাচনের সম্ভাবনা উঁকি দিচ্ছে, তখনই গঠনতন্ত্রের বিভিন্ন দিক নিয়ে সংশয় প্রকাশ করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, প্রকাশিত গঠনতন্ত্রে শিক্ষার্থীদের মতামতের পূর্ণ প্রতিফলন ঘটেনি।

বিজ্ঞাপন

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জাকির হোসেন বলেন, প্রশাসন ববি ছাত্র সংসদকে সামাজিক সংগঠনে রূপ দিতে চায়। কার্যপরিধি নিয়ে রয়েছে অস্পষ্টতা, নির্বাচন কবে নাগাদ হবে তারও কোনো নির্দিষ্ট তারিখ বা রোডম্যাপ নেই। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ পদ যুক্ত করা হয়নি, যা শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে বাধা হতে পারে।

ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, গঠনতন্ত্রে আইনবিষয়ক সম্পাদক, ছাত্রকল্যাণ সম্পাদক, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ইত্যাদি পদ রাখা হয়নি। গঠনতন্ত্রে এসব পদ যুক্ত করতে হবে।

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রশিবির নেতা মোকাব্বেল শেখ বলেন, প্রশাসন পাঁচ অধ্যায় ও ৩২ ধারার সমন্বয়ে গঠনতন্ত্র প্রকাশ করেছে, যাতে শিক্ষার্থীদের মতামতের পূর্ণ প্রতিফলন ঘটেনি। বিশ্ববিদ্যালয়ের বাস্তব সংকট, যেমন ক্যাফেটেরিয়ার খাবারের নিম্নমান, পরিবহন সংকট, ক্লাসরুম ও হল সংকটÑএসব বিষয় সমাধানে আলাদা সম্পাদকীয় পদ থাকা উচিত ছিল।

ববি শাখা ছাত্রদল নেতা ও বাংলা বিভাগের শিক্ষার্থী আশিক আহমেদ বলেন, শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন উঠেছেÑএটি কি সত্যিকারের ছাত্র সংসদ হবে, নাকি কেবল সামাজিক সংগঠন হিসেবে সীমাবদ্ধ থাকবে? ভিসি স্যার বুধবার সব সংগঠন ও শিক্ষার্থীদের নিয়ে আলোচনার তারিখ নির্ধারণ করেছেন, আমরা তার অপেক্ষায় আছি।

ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ও রসায়ন বিভাগের শিক্ষার্থী হাসিবুল ইসলাম বলেন, প্রকাশিত সংবিধিতে কিছু ফাঁকফোকর রয়েছে, যা শিক্ষার্থীদের পূর্ণ প্রতিনিধিত্ব নিশ্চিত করছে না। ফলে শিক্ষার্থীদের মাঝে কিছুটা বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

গঠনতন্ত্র প্রকাশের মাধ্যমে বাকসু নির্বাচনের পথে একধাপ এগিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। তবে শিক্ষার্থীদের প্রত্যাশা একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন, যেখানে প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের নানামুখী সমস্যা সমাধানে ভূমিকা রাখবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন