সাগরে সাত দিন পেরিয়ে গেলেও খোঁজ নেই পাঁচ জেলের

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১৮: ৫৬

পটুয়াখালীর কুয়াকাটায় গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এতে উপকূলজুড়ে জেলে পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (২৮ সেপ্টেম্বর) ভোরে ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া জেলে ঘাট থেকে স্থানীয় মিলন বিশ্বাস, মিরাজ বিশ্বাস, রায়হান হাওলাদার, কাইয়ুম ও ইউনুস নামের পাঁচ জেলে একটি লাল রঙের ফাইবার বোটে করে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। এরপর থেকে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

নিখোঁজ জেলেদের স্বজনরা জানান, সাধারণত জেলেরা সমুদ্রে গিয়ে দুই দিনের মধ্যেই ফিরে আসেন। কিন্তু এবার টানা সাত দিন কেটে গেলেও তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের ধারণা, সাম্প্রতিক নিম্নচাপের প্রভাবে নৌকাটি ডুবে গেছে অথবা ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভেসে আছে।

স্থানীয় জেলেরা জানান, নিখোঁজের ঘটনায় নতুনপাড়া ও আশপাশের এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। তাদের খোঁজে বেশ কয়েকটি নৌকা সাগরে তল্লাশিতে গেলেও কোনো সন্ধান মেলেনি।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. সগির বলেন, ওই নৌকাটিতে আমার কিছু দাদনের টাকা বিনিয়োগ ছিল। এখনো কোনো খবর না পেয়ে আমরা সবাই দুশ্চিন্তায় আছি।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, নিখোঁজ জেলেদের পরিবারের পক্ষ থেকে মহিপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি এবং খোঁজখবর নিচ্ছি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত