অপারেশন ডেভিল হান্ট অভিযানে আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাখা যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খাঁন।
তিনি জানিয়েছেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানে থানা পুলিশ ইদ্রিস কবিরাজকে শনিবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট অভিযানে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি মো. মাসুদ খান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

