দ্বিতীয় দিনের মতো ববি শিক্ষার্থীদের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

প্রতিনিধি, ববি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১৬: ৩৬

দ্বিতীয় দিনের মতো ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। সোমবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। পরে বেলা ২টা ৪৫ মিনিট থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের মেইন গেইট সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিজ্ঞাপন

আন্দোলনকারীরা জানান, গত ২৫ দিন যাবৎ ববির যৌক্তিক উন্নয়নের দাবিতে আন্দোলন করে আসছেন তারা। তবে এখনো প্রশাসনের কোনো সাড়া না পাওয়ায় তারা আজকে সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা দুইটার মধ্যে প্রশাসন থেকে তাদের সাথে যোগাযোগ না করার কারণে ২য় দিনের মতো তারা এ পদক্ষেপ নিয়েছেন। প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দক্ষিণবঙ্গ ব্লকেডসহ আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

শিক্ষার্থীদের ৩ দফা দাবি হলো:

১. দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন।

২. ক্যাম্পাসের আয়তন কমপক্ষে ২০০ একর পর্যন্ত বৃদ্ধি।

৩. সকল শিক্ষার্থীর জন্য শতভাগ পরিবহন সুবিধা নিশ্চিতকরণ।

আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ২৫টি বিভাগে শ্রেণিকক্ষের তীব্র সংকট রয়েছে। অর্থনীতি, সমাজবিজ্ঞান, লোকপ্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান ও গণযোগাযোগ বিভাগের জন্য মাত্র একটি করে শ্রেণিকক্ষ বরাদ্দ। এমনকি সমাজকর্ম বিভাগের কোনো শ্রেণিকক্ষই নেই। অনেক বিভাগের ব্যাচগুলোকে এক কক্ষ ভাগাভাগি করে পাঠদান চালাতে হচ্ছে। ডিনদের জন্যও পর্যাপ্ত অফিসকক্ষ নেই, ছয় ডিনকে তিন কক্ষে ভাগাভাগি করে বসতে হচ্ছে। তারা দ্রুত উন্নয়ন বাজেট চান এবং এই সকল সংকটের প্রশাসনের সুদৃষ্টি প্রত্যাশা করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত