
প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

ভ্যাট কর্মকর্তার অশোভন আচরণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পর্যটন নগরী কুয়াকাটায়। এ ঘটনায় ক্ষুব্ধ হোটেল-মোটেল মালিকরা ওই কর্মকর্তার প্রত্যাহার দাবি করেছেন। রোববার বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইদ হাসান লিখিত বক্তব্যে অভিযোগ করেন, গত ৮ অক্টোবর (বুধবার) বিকেল ৪টার দিকে সহকারী কমিশনার (ভ্যাট) এ. কে. এম. জামিউল আলম কুয়াকাটার ‘হোটেল সৈকত’-এর রিসিপশনে উপস্থিত হয়ে ভ্যাটসংক্রান্ত বিষয়ে হোটেলের ম্যানেজারের সঙ্গে দুর্ব্যবহার করেন। ওই সময় হোটেল মালিক উপস্থিত না থাকায় ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে ফোনে কথা বলতে চাইলে, ভ্যাট কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে সভাপতির বিরুদ্ধে অশালীন ও অশ্রাব্য মন্তব্য করেন।
অ্যাসোসিয়েশনের নেতারা জানান, ঘটনার ভিডিওচিত্র তাদের কাছে সংরক্ষিত রয়েছে। তারা বলেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে তার এমন আচরণ সরকারি পদমর্যাদার প্রতি অসম্মান ও প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
সহকারী কমিশনার (ভ্যাট) এ. কে. এম. জামিউল আলমকে ৭২ ঘণ্টার মধ্যে পটুয়াখালী থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি তার বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।
অ্যাসোসিয়েশনের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কুয়াকাটা পর্যটন এলাকায় সব ব্যবসায়ী সংগঠনকে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভ্যাট) এ. কে. এম. জামিউল আলমের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ভ্যাট কর্মকর্তার অশোভন আচরণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পর্যটন নগরী কুয়াকাটায়। এ ঘটনায় ক্ষুব্ধ হোটেল-মোটেল মালিকরা ওই কর্মকর্তার প্রত্যাহার দাবি করেছেন। রোববার বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইদ হাসান লিখিত বক্তব্যে অভিযোগ করেন, গত ৮ অক্টোবর (বুধবার) বিকেল ৪টার দিকে সহকারী কমিশনার (ভ্যাট) এ. কে. এম. জামিউল আলম কুয়াকাটার ‘হোটেল সৈকত’-এর রিসিপশনে উপস্থিত হয়ে ভ্যাটসংক্রান্ত বিষয়ে হোটেলের ম্যানেজারের সঙ্গে দুর্ব্যবহার করেন। ওই সময় হোটেল মালিক উপস্থিত না থাকায় ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে ফোনে কথা বলতে চাইলে, ভ্যাট কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে সভাপতির বিরুদ্ধে অশালীন ও অশ্রাব্য মন্তব্য করেন।
অ্যাসোসিয়েশনের নেতারা জানান, ঘটনার ভিডিওচিত্র তাদের কাছে সংরক্ষিত রয়েছে। তারা বলেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে তার এমন আচরণ সরকারি পদমর্যাদার প্রতি অসম্মান ও প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
সহকারী কমিশনার (ভ্যাট) এ. কে. এম. জামিউল আলমকে ৭২ ঘণ্টার মধ্যে পটুয়াখালী থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি তার বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।
অ্যাসোসিয়েশনের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কুয়াকাটা পর্যটন এলাকায় সব ব্যবসায়ী সংগঠনকে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভ্যাট) এ. কে. এম. জামিউল আলমের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মাহাবুবুর রহমান (৩৫) নামে একজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের কালা লক্ষীপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
উপজেলার দুর্গম নাফাখুম জলপ্রপাত ভ্রমণে আসে ঢাকা ডেমরা এলাকা থেকে আসা ১৭ জনের একটি দল। শুক্রবার বিকেল আনুমানিক ৫টার দিকে সফরসঙ্গীদের সঙ্গে নাফাখুম জলপ্রপাতে যান। সেখানে পা পিছলে পড়ে গেলে পানিতে ডুবে যায়।
১২ মিনিট আগে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের দেশের জন্য এক অনন্য নিদর্শন। তার ত্যাগ ও নেতৃত্ব দেশের স্বাধীনতা ও জাতীয় চেতনার প্রতীক। আমি তার সমাধিতে দাঁড়িয়ে প্রার্থনা করছি, যেন আমাদের দেশ শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে।
৩১ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়া- ৪ (কসবা–আখাউড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান বলেছেন, নির্বাচন সামনে, এক হয়ে থাকতে হবে। দলের কয়েকজন বিপথে গেছে তাদেরও আমি স্বাগত জানাই। তারা আমাদের ভাই। আগামী নির্বাচন জটিল ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১ ঘণ্টা আগে