প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)
ভ্যাট কর্মকর্তার অশোভন আচরণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পর্যটন নগরী কুয়াকাটায়। এ ঘটনায় ক্ষুব্ধ হোটেল-মোটেল মালিকরা ওই কর্মকর্তার প্রত্যাহার দাবি করেছেন। রোববার বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইদ হাসান লিখিত বক্তব্যে অভিযোগ করেন, গত ৮ অক্টোবর (বুধবার) বিকেল ৪টার দিকে সহকারী কমিশনার (ভ্যাট) এ. কে. এম. জামিউল আলম কুয়াকাটার ‘হোটেল সৈকত’-এর রিসিপশনে উপস্থিত হয়ে ভ্যাটসংক্রান্ত বিষয়ে হোটেলের ম্যানেজারের সঙ্গে দুর্ব্যবহার করেন। ওই সময় হোটেল মালিক উপস্থিত না থাকায় ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে ফোনে কথা বলতে চাইলে, ভ্যাট কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে সভাপতির বিরুদ্ধে অশালীন ও অশ্রাব্য মন্তব্য করেন।
অ্যাসোসিয়েশনের নেতারা জানান, ঘটনার ভিডিওচিত্র তাদের কাছে সংরক্ষিত রয়েছে। তারা বলেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে তার এমন আচরণ সরকারি পদমর্যাদার প্রতি অসম্মান ও প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
সহকারী কমিশনার (ভ্যাট) এ. কে. এম. জামিউল আলমকে ৭২ ঘণ্টার মধ্যে পটুয়াখালী থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি তার বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।
অ্যাসোসিয়েশনের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কুয়াকাটা পর্যটন এলাকায় সব ব্যবসায়ী সংগঠনকে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভ্যাট) এ. কে. এম. জামিউল আলমের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ভ্যাট কর্মকর্তার অশোভন আচরণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পর্যটন নগরী কুয়াকাটায়। এ ঘটনায় ক্ষুব্ধ হোটেল-মোটেল মালিকরা ওই কর্মকর্তার প্রত্যাহার দাবি করেছেন। রোববার বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইদ হাসান লিখিত বক্তব্যে অভিযোগ করেন, গত ৮ অক্টোবর (বুধবার) বিকেল ৪টার দিকে সহকারী কমিশনার (ভ্যাট) এ. কে. এম. জামিউল আলম কুয়াকাটার ‘হোটেল সৈকত’-এর রিসিপশনে উপস্থিত হয়ে ভ্যাটসংক্রান্ত বিষয়ে হোটেলের ম্যানেজারের সঙ্গে দুর্ব্যবহার করেন। ওই সময় হোটেল মালিক উপস্থিত না থাকায় ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে ফোনে কথা বলতে চাইলে, ভ্যাট কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে সভাপতির বিরুদ্ধে অশালীন ও অশ্রাব্য মন্তব্য করেন।
অ্যাসোসিয়েশনের নেতারা জানান, ঘটনার ভিডিওচিত্র তাদের কাছে সংরক্ষিত রয়েছে। তারা বলেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে তার এমন আচরণ সরকারি পদমর্যাদার প্রতি অসম্মান ও প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
সহকারী কমিশনার (ভ্যাট) এ. কে. এম. জামিউল আলমকে ৭২ ঘণ্টার মধ্যে পটুয়াখালী থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি তার বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।
অ্যাসোসিয়েশনের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কুয়াকাটা পর্যটন এলাকায় সব ব্যবসায়ী সংগঠনকে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভ্যাট) এ. কে. এম. জামিউল আলমের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
২ ঘণ্টা আগে