আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভোলা-২ আসনে

দাঁড়িপাল্লাকে সমর্থন জানিয়ে সরে দাঁড়াচ্ছেন এলডিপি প্রার্থী

উপজেলা প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা)

দাঁড়িপাল্লাকে সমর্থন জানিয়ে সরে দাঁড়াচ্ছেন এলডিপি প্রার্থী

ভোলা-২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে ১১ দলীয় জোটের লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচনি মাঠ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি দৈনিক আমার দেশকে নিশ্চিত করেছেন তিনি নিজেই।

বিজ্ঞাপন

রোববার আমার দেশের সঙ্গে আলাপকালে মোকফার উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা ১১ দলীয় জোটের অংশ। নিজেদের মধ্যে এমন কোনো অবস্থান চাই না, যাতে করে বিপরীত প্রার্থী সুবিধা পেয়ে যায়। জোটের বৃহত্তর স্বার্থে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।

তিনি জানান, এলডিপির সভাপতি রোববার দুপুর ২টায় ভোলা প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করবেন। ঘোষণার পর তিনি জামায়াতে ইসলামীর প্রার্থীর সঙ্গে নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন বলেও জানান তিনি।

এর আগে রোববার সকালে জামায়াতের প্রার্থী মাওলানা ফজলুল করিমের মায়ের মৃত্যুতে ফোন করে সমবেদনা জানান এলডিপি প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী। এ সময় তিনি মাঠ পর্যায়ের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় মাওলানা ফজলুল করিমকে সমর্থন দেওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...