ভোলার দৌলতখানের মেঘনায় সিমেন্ট-বোঝাই ডুবে যাওয়া জাহাজ সৌমি ১০ দিনেও উদ্ধার করা যায়নি। ঢাকা থেকে উদ্ধার কাজে আসা ডুবুরি দলসহ প্রায় ৫০ জন জনবলের একটি চৌকস উদ্ধারকারী টিম জাহাজ উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উদ্ধার কার্যক্রম বিলম্বিত হলেও উদ্ধারকারীদের প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানা গেছে।
ভোলার দৌলতখানের মেঘনা চ্যানেল থেকে তিন দিনেও উদ্ধার হয়নি সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট বোঝাই জাহাজ। এরআগে শুক্রবার দুপুরে দৌলতখান থানার পেছনে পাতার খাল সংলগ্ন মাছঘাটের তীর থেকে জাহাজ এমভি সৌমি-১ ডুবে যায়। এরপর আজ রোববার এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার করা হয়নি।
এই হৃদয়বিদারক ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে। দুই শিশুর মায়ের বুকফাটা চিৎকারে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।
নাদিয়া মাইলস্টোনের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার ছোটো ভাই আরিয়ান আশরাফ নাফি (৭) ওই প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছে।