মেঘনায় ১০ দিনেও উদ্ধার হয়নি সিমেন্ট-বোঝাই জাহাজ

উপজেলা প্রতিনিধি, দৌলতখান (ভোলা)
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৩: ২৬

ভোলার দৌলতখানের মেঘনায় সিমেন্ট-বোঝাই ডুবে যাওয়া জাহাজ সৌমি ১০ দিনেও উদ্ধার করা যায়নি। ঢাকা থেকে উদ্ধার কাজে আসা ডুবুরি দলসহ প্রায় ৫০ জন জনবলের একটি চৌকস উদ্ধারকারী টিম জাহাজ উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উদ্ধার কার্যক্রম বিলম্বিত হলেও উদ্ধারকারীদের প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

দেরিতে এসে পৌঁছানো বার্জ ডি.বি জাফরিন ডুবে যাওয়া সৌমি- ১ জাহাজ উদ্ধারে রাতদিন বিরতিহীনভাবে কাজ করছেন। তবে জাহাজটি উদ্ধারে বেশ সময় লাগতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

এরআগে, ১০ অক্টোবর, শুক্রবার মেঘনার গভীর চ্যানেলে সিমেন্ট বোঝাই জাহাজটি চট্টগ্রামে যাওয়ার পথে অসর্তকতা বসত ডুবচরে আটকে যায়। পরে ওইদিন একই রুটে চলাচলকারী জাহাজ এমভি টিটু- ৫৪, জাহাজের ধাক্কায় সিমেন্ট বোঝাই জাহাজ এমভি সৌমি- ১ ডুবে যায়।

রোববার এ প্রতিবেদন লেখা পর্যন্ত জাহাজ সৌমি- ১ উদ্ধার হয়নি। ডুবে যাওয়া জাহাজের মাস্টার আমিনুর ইসলাম আমার দেশকে জানিয়েছেন, জাহাজ উদ্ধারে উদ্ধারকারী দলের চেষ্টা অব্যাহত আছে। তবে জাহাজটি উদ্ধার করতে কিছুদিন সময় লাগবে।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান আমার দেশকে জানান, জাহাজ ডুবির ঘটনায় জাহাজের মাস্টার আমিনুর ইসলাম এমভি টিটু- ৫৪, জাহাজের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত