ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১৬, ভোলা-২ (দৌলতখান বোরহানউদ্দিন) এলাকার ৯ জন প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে দুজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান মনোনয়নপত্রের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় মহিবুল্লাহ খোকন ও তাসলিমা বেগম নামে স্বতন্ত্র দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন।
অপরদিকে বিএনপি দলীয় প্রার্থী মো. হাফিজ ইব্রাহিম, জামায়াতে ইসলামীর মুফতি মাওলানা ফজলুল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আব্দুস সোবহান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মোকফার উদ্দিন চৌধুরী, জাতীয় পার্টির অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম রিটু, আমজনতার প্রার্থী মোহাম্মদ আলাউদ্দিন, স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেনসহ সাত প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার বৈধ বলে ঘোষণা করেন।
ভোলা জেলা প্রশাসনের আয়োজনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, এনবিআর কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও ব্যাংকের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

