ফেসবুকে ভাইরাল সেই কিশোরী এখন মায়ের কাছে

উপজেলা প্রতিনিধি, দৌলতখান (ভোলা)
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১২: ৪২
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১২: ৪৪

ময়মনসিংহ থেকে ফেসবুকে দেয়া পোস্টে ভাইরাল সেই কিশোরী এখন মায়ের কাছে।

বিজ্ঞাপন

ঢাকা থেকে হারিয়ে ময়মনসিংহে যাওয়া কিশোরী লিমা আক্তার (১৮) মাকে পেয়ে খুব খুশি। মা সুলেখা আক্তার ঢাকা থেকে ময়মনসিংহে গিয়ে মেয়েটিকে তার কাছে নিয়ে আসেন। লিমা আক্তারের বাড়ি ভোলার দৌলতখানে। বুধবার লিমা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সোহাগি বাজারে এলোমেলোভাবে ঘোরাফেরা করায় এবং তার অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হলে লোকজন থানায় খবর দেন। পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ঈশ্বরগঞ্জ সমাজসেবা অফিসারের হেফাজতে তাকে রাখে।

স্থানীয়রা জানান, কয়েক বছর আগে দৌলতখান পৌরসভার ৩নং ওয়ার্ডে নানার বাড়িতে থাকতো তার পরিবার। বাবা শাজাহান পেশায় ড্রাইভার। ঢাকার সোহরাওয়ার্দী কলেজগেটে থাকেন। মা লিলু আক্তার ঢাকা হাজারীবাগের বউবাজার বালুর মাঠ এলাকায় বাসাবাড়িতে কাজ করেন। লিমাও মায়ের কাছে ঢাকা থাকে।

শাহজাহান জানায়, লিমা দুই সপ্তাহ আগে তার মাকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনার আগেও সে হারিয়ে গিয়েছিল।

রোববার ঈশ্বরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার হাসান কিবরিয়া আমার দেশকে জানান, ফেসবুকে তিনি মেয়েটির ছবি পোস্ট দিয়ে বাড়ির ঠিকানা ও অভিভাবকের সন্ধান চান। এতে ফেসবুকে মেয়েটির সংবাদ ভাইরাল হয়। পরে সংবাদ পেয়ে ঢাকা থেকে মেয়েটির মা ময়মনসিংহে এলে মা-মেয়ের ছবি রেখে তাকে মায়ের হাতে তুলে দেয়া হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত