আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দৌলতখানে দোয়া মোনাজাত

উপজেলা প্রতিনিধি, দৌলতখান (ভোলা)

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দৌলতখানে দোয়া মোনাজাত

বিএনপি'র চেয়ারপার্সন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে ভোলার দৌলতখানে।

বিজ্ঞাপন

শুক্রবার জুমার নামাজ শেষে দৌলতখান পৌরসভার ৭ নং ওয়ার্ড মসজিদুল ক্কুবা জামে মসজিদে এ দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক কামাল হোসেন, কৃষিবিদ (অবসরপ্রাপ্ত) মো. শফিউর রহমান, প্রবীণ শিক্ষক আলী হোসাইন, সাংবাদিক ইশতিয়াক হাসিবসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে মুসল্লিদের নিয়ে চিকিৎসাধীন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আওলাদ হোসেন।

অনুরূপভাবে উপজেলার বিভিন্ন মসজিদেও জুমার নামাজ শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...